কলকাতা: পত্রিকার পাশে দিলীপ ঘোষ। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ পশ্চিমবঙ্গের বহুল প্রচলিত সংবাদপত্রের সম্পাদককে থানায় ডেকে জেরা করার বিষয়টি নিয়ে সরব হয়েছেন। রাজ্যপাল জগদীপ ধনখর বিষয়টি নিয়ে টুইট করেছেন। দিলীপ মনে করেন, রাজ্যপাল হয়ত হস্তক্ষেপ করেছেন। সেই কারণেই সম্পাদক ছাড়া পেয়েছেন। নয়ত, তার বিজেপি কর্মীদের মতোই দশা হত৷
দিলীপ বলেন, “পশ্চিমবঙ্গের বহুল প্রচলিত সংবাদপত্রের সম্পাদককে থানায় ডেকে জেরা করা হয়েছে। অনেকে ভাববেন, আইন শৃঙ্খলার ব্যাপার। এটা হতেই পারে। কিন্তু এটা প্রথম হচ্ছে না। পশ্চিমবাংলার প্রেসকে কোমর নুইয়ে দেওয়া হয়েছে। এখন কোমর ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে। চতুর্থ স্তম্ভ বলে আমরা গর্ব করি। প্রেস মিডিয়া যদি সত্য কথা তুলে ধরতে না পারে, তাহলে কার কাছ থেকে জানবে। এটা তো আয়না। যারা এতদিন মুখ বুজে ছিলেন, চুপ করে ছিলেন, তাদের মনে হচ্ছে, যেটা হচ্ছে অন্যায় হচ্ছে। সত্য গোপন করা হচ্ছে। তাই তারা সে সত্য তুলে ধরেছেন। তাই এই ধরণের প্রতিষ্ঠিত সংবাদপত্রের সম্পাদককে থানায় নিয়ে গিয়ে ধমকান হচ্ছে।”
দিলীপ আরও বলেন, “এর আগে একটি নাম করা চ্যানেলের ব্যুরোচিফ এবং সাংবাদিককে ডেকে ১২ ঘণ্টা জেরা করা হয়েছে। আরামবাগ টিভি নামে অন্য একটি সংবাদ মাধ্যম দেখিয়েছিল ক্লাবগুলিকে ডেকে থানায় ১ লক্ষ টাকা দেওয়া হচ্ছে। তাদেরকে থানায় ডেকে চ্যানেল বন্ধ করা হয়েছিল, কেস করে জেলে ঢোকানোর চেষ্টা হয়। সিএন'কে বন্ধ করা হয়েছে। কারণ সত্য দেখিয়েছে ওরা।”
সংবাদমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রটি অলঙ্ঘনীয়। এটাই আমাদের গণতন্ত্রের মেরুদন্ড এবং সংবিধান দ্বারা প্রতিশ্রুত @IndEditorsGuild(2/2)
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 28, 2020