‘বহিরাগত’ তকমায় ঘুচিয়ে ‘বাঙালি’ হলেন রাজ্যপাল! বাংলায় পোক্ত ধনকর!

‘বহিরাগত’ তকমায় ঘুচিয়ে ‘বাঙালি’ হলেন রাজ্যপাল! বাংলায় পোক্ত ধনকর!

218cd98a82e17991a3399714d538cbc9

কলকাতা: তিনি রাজ্যের সাংবিধানিক প্রধান৷ বাংলার রাজ্যপাল৷ রাষ্ট্রপতির ছাড়পত্র পাওয়ার পর থেকে তাঁকে ঘিরে কম বিতর্ক হয়নি৷ একের পর এক ইস্যুতে রাজ্য সরকারের অস্বস্তি বাড়িয়ে চলেছেন বাংলার রাজ্যপাল জগদীপ ধনকর৷ গতবছর ২০ জুলাই পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও সুপ্রিম কোর্টের বর্ষীয়ান আইনজীবী জগদীপ ধনকরকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ কিন্তু, প্রায় ১০ মাস রাজ্যের প্রশাসনিক পদে বসে নিজের কাজ চালিয়ে যাওয়ার পর অবশেষে ‘বহিরাগত’ তকমায় ঘুচিয়ে ‘বাঙালি’ হওয়ার চেষ্টা করলেন রাজ্যপাল৷ ‘বুদ্ধ পূর্ণিমা’র  শুভেচ্ছা জানিয়ে বাঙালিয়ানা শুরু করেন বর্ষীয়ান রাজ্যপাল৷

আজ বৃহস্পতিবার ‘বুদ্ধ পূর্ণিমা’ উপলক্ষ্যে দুপুর ১টা ২৫ মিনিটে প্রথম বাংলায় ভাষায় টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকর৷ লেখেন, ‘‘সবাইকে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা৷ বুদ্ধের বাণী আমাদের প্রেম ও মানবসেবার জন্য প্রেরণা দেয়৷ কোভিড-১৯কে মোকাবিলায় আমরা যেন বুদ্ধের নির্দেশিত পথে চলি এবং অভাবীদের সাহায্য করি৷ আপনার রাজ্যপাল আপনার সেবক বুদ্ধের বানী সম্পর্কে: ক্লান্ত হয়ে থমকে যাওয়া, কোনো বিকল্প হতে পারেনা৷’’

প্রথমে মনে করা হয়েছিল, ‘বুদ্ধ পূর্ণিমা’ উপলক্ষ্যে বাংলা ভাষায় টুইট করে শুভেচ্ছা বিনিময় করার চেষ্টা করেছেন রাজ্যপাল৷ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী নিয়ে দ্বিতীয় টুইট করেন রাজ্যপাল৷ লেখেন, ‘‘রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে ওঁকে স্মরণ করার সময় আমার বিশেষভাবে ওঁর জ্ঞানগর্ভ বাণীগুলি মনে পড়ছে৷ ‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির,/জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর/আপন প্রাঙ্গণতলে দিবসশর্বরী/বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি’’

বিকেল ৪টে ২৮ মিনিটের তৃতীয় টুইটে ছিল বড় চমক৷ কলকাতা পুরসভায় প্রশাসক নিয়োগ নিয়েও মুখ্যমন্ত্রীর থেকে তথ্য তলবি টুইটেও বাংলা ভাষায় তৃতীয় টুইট করেন রাজ্যপাল৷ লেখেন, ‘‘মুখ্যসচিবের কাছ থেকে কোনো সাড়া না পাওয়ায়, @MamataOfficial  এর কাছে কলকাতা পৌরসভার মে 06, 2020 তে জারি করা অর্ডার সম্পর্কে  জানতে চেয়েছি৷ অনুচ্ছেদ 167 মোতাবেক মুখ্যমন্ত্রীর “কর্তব্য” রাজ্যপালকে তথ্য সরবরাহ করা। এই অর্ডারটির গভীর তাৎপর্য আছে।’’

7f28d2300f0f30e7e1c021acef044c07
রাজ্যপালের টুইট

কিন্তু, হঠাৎ কেন বাংলায় দুটি শুভেচ্ছা ও একটি প্রশসনিক টুইট করতে গেলেন রাজ্যপাল? বাংলার দায়িত্ব পাওয়ার পর একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাজ্যপাল জানিয়েছিলেন, ‘আমি বাংলা বলতে পারি না৷ বুঝতে কম পারি৷ আমি কথা দিচ্ছি, খুব দ্রুত বাংলা শিখে, প্রকাশ্যে বাংলায় আমি কথা বলব৷’ রাজ্যপালের সেই মন্তব্যের প্রায় ১০ মাস পর অন্তত টুইটারে বাংলা ভাষা ব্যবহার বেশ ইতিচাবক বলেই মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷ টুইটের বাইরে রাজ্যপাল কবে প্রকাশ্যে বাংলা বলবেন, সেদিকে তাকিয়ে বাঙালি সমাজ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *