‘রেমাল’ তাণ্ডব! টাস্ক ফোর্স নিয়ে আক্রান্ত এলাকায় তদারকিতে খোদ রাজ্যপাল

কলকাতা: ঘূর্ণিঝড় রেমালের ধাক্কায় কলকাতা-সহ জেলায় জেলায় শুরু হয়েছে দুর্যোগ৷ এখনও বৃষ্টি থামার নাম নেই৷ জলমগ্ন কলকাতার পথঘাট৷ তার উপর গাছ উপড়ে অবরুদ্ধ একাধিক জায়গা।…

কলকাতা: ঘূর্ণিঝড় রেমালের ধাক্কায় কলকাতা-সহ জেলায় জেলায় শুরু হয়েছে দুর্যোগ৷ এখনও বৃষ্টি থামার নাম নেই৷ জলমগ্ন কলকাতার পথঘাট৷ তার উপর গাছ উপড়ে অবরুদ্ধ একাধিক জায়গা। পরিস্থিতি মোকাবিলায় রাস্তায় নেমে পড়েছে রাজভবনের র‍্যাপিড অ্যাকশন ফোর্স। ‘রেমাল’-এর দাপটে ক্ষতিগ্রস্ত জায়গাগুলিতে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে রাজভবনের এই স্পেশাল টাস্ক ফোর্স। ঝড়ের ধাক্কায় রাজভবন চত্বরেও একাধিক গাছ ভেঙে পড়েছে। সকাল থেকেই সেইসব গাছ পরিষ্কারের কাজ শুরু করেছে এনডিআরএফ।

এদিকে মিন্টো পার্ক, সিআর অ্যাভিনিউ, বেহালা সহ শহরের একাধিক জায়গায় জমেছে হাঁটু জল৷ চিংড়িঘাটার সুকান্ত নগর রোডে একাধিক জায়গা জলমগ্ন৷ বাড়ির সামনে প্রায় এক হাঁটু করে জল৷ বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়েছে৷ সেই সব জায়গায় পৌঁছে গিয়েছে এনডিআরএফ৷ তাদের কাজে তদারকি করছেন খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *