ভাঙড়: পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হওয়ার প্রায় পরমুহূর্ত থেকেই উত্তেজনা দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। গুলি চালানো, মৃত্যু, সংঘর্ষ সবই দেখে নিয়েছে এই এলাকা। এখনও যে আর কী কী ঘটনা ঘটা বাকি তা কেউই আন্দাজ করতে পারছে না। এই অবস্থায় আজ ভাঙড় পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি সেখান থেকে হিংসা দমনের বার্তা দেন। বলেন, যে করে হোক হিংস বন্ধ করতেই হবে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার কিছু সময় পর ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে পৌঁছন রাজ্যপাল। সেখানে গিয়ে ঘটনাস্থল ঘুরে দেখেন তিনি। একই সঙ্গে স্থানীয় কিছু মানুষের সঙ্গে কথাও বলেন। এলাকার পরিস্থিতি সম্পর্কে অবগত হওয়ার পরেই তাঁর বার্তা, হিংসাকে নির্মূল করতে হবে। হিংসা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। গণতন্ত্রের স্বার্থে শান্তিপূর্ণ নির্বাচন করতে হবে। রাজ্যের মানুষের অধিকার আছে শান্তিপূর্ণ ভাবে ভোট দেওয়ার। জানা গিয়েছে এদিন তিনি আইএসএফ কর্মীদের সঙ্গেও কথা বলেন এবং তারা তৃণমূলের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ করেন তাঁকে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”ভাঙড়, ক্যানিংয়ের পর চোপড়া। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি। Panchayet Election” width=”560″>
এদিন আবার ভাঙড় কলেজে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠকে রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে আইএসএফ-এর দুই কর্মীকেও ডাকেন তিনি। সেখানেই মনোনয়ন পত্র জমা দিতে বাধা দেওয়া থেকে শুরু করে একের পর এক অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে করেছে আইএসএফ। এর আগে বৃহস্পতিবার রাতেই রাজভবনের তরফে বিবৃতি জারি করে ভোটকে কেন্দ্র করে রাজ্যে সন্ত্রাসের ঘটনার তীব্র সমালোচনা করা হয়। বলা হয়, পঞ্চায়েতে জয় ভোট দিয়ে হোক, লাশের সংখ্যা দিয়ে নয়। সাম্প্রতিক ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলা হয়, পঞ্চায়েতে ভোট গ্রহণের আগেই যেভাবে মৃতের সংখ্যা বাড়ছে তা ভয়াবহ।