হিংসা বরদাস্ত নয়, নির্মূল করতেই হবে, ভাঙড়ে গিয়ে বার্তা রাজ্যপালের

হিংসা বরদাস্ত নয়, নির্মূল করতেই হবে, ভাঙড়ে গিয়ে বার্তা রাজ্যপালের

ভাঙড়: পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হওয়ার প্রায় পরমুহূর্ত থেকেই উত্তেজনা দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। গুলি চালানো, মৃত্যু, সংঘর্ষ সবই দেখে নিয়েছে এই এলাকা। এখনও যে আর কী কী ঘটনা ঘটা বাকি তা কেউই আন্দাজ করতে পারছে না। এই অবস্থায় আজ ভাঙড় পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি সেখান থেকে হিংসা দমনের বার্তা দেন। বলেন, যে করে হোক হিংস বন্ধ করতেই হবে। 

শুক্রবার সকাল সাড়ে ১০টার কিছু সময় পর ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে পৌঁছন রাজ্যপাল। সেখানে গিয়ে ঘটনাস্থল ঘুরে দেখেন তিনি। একই সঙ্গে স্থানীয় কিছু মানুষের সঙ্গে কথাও বলেন। এলাকার পরিস্থিতি সম্পর্কে অবগত হওয়ার পরেই তাঁর বার্তা, হিংসাকে নির্মূল করতে হবে। হিংসা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। গণতন্ত্রের স্বার্থে শান্তিপূর্ণ নির্বাচন করতে হবে। রাজ্যের মানুষের অধিকার আছে শান্তিপূর্ণ ভাবে ভোট দেওয়ার। জানা গিয়েছে এদিন তিনি আইএসএফ কর্মীদের সঙ্গেও কথা বলেন এবং তারা তৃণমূলের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ করেন তাঁকে।