বিএড কলেজেও দুর্নীতি? লাইসেন্স নবীকরণ নিয়ে কড়া সিদ্ধান্ত রাজ্যপালের

বিএড কলেজেও দুর্নীতি? লাইসেন্স নবীকরণ নিয়ে কড়া সিদ্ধান্ত রাজ্যপালের

419a8e5405a296e20c1e2dab1c5129b2

কলকাতা: ক’দিন আগেই রাজভবনে অ্যান্টি কোরাপশন সেল খোলা হয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের উদ্যোগে। তাতে ইতিমধ্যেই নাকি একাধিক অভিযোগ জমা পড়েছে। তাদের মধ্যে রয়েছে একাধিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগও। এই প্রেক্ষিতে এইসব শিক্ষাপ্রতিষ্ঠানের লাইসেন্স নিয়ে কড়া অবস্থান নিয়েছেন রাজ্যপাল। যে সমস্ত অভিযোগ এসেছে তার তদন্ত চান তিনি। তাই লাইসেন্স নবীকরণে স্থগিতাদেশ দিয়েছেন তিনি। 

আসলে বহু বিএড কলেজের বিরুদ্ধে টাকার বিনিময়ে বিভিন্ন কাজ করানোর অভিযোগ উঠেছে। সরকারি বিশ্ববিদ্যালয়গুলির মতোই এইসব কলেজে দুর্নীতি হয়েছে বলেই দাবি করা হয়েছে। তাই রাজ্যপাল এই প্রতিষ্ঠানগুলির লাইসেন্স নবীকরণে স্থগিতাদেশ দিয়েছেন। রাজ্যপাল স্পষ্ট জানিয়েছেন, যে কোনও দুর্নীতির বিরুদ্ধে তিনি জিরো টলারেন্স নীতি নিয়েছেন। তাই এই পদক্ষেপ নেওয়া আবশ্যিক। তাঁর কথায়, যতদিন না পর্যন্ত তদন্ত শেষ না হচ্ছে, তিনি এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির অনুমোদন নবীকরণ করবেন না। পাশাপাশি রাজ্যের কাছে এ বিষয়ে পূর্ণাঙ্গ রিপোর্টও চেয়েছেন তিনি। তবে তাঁর এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। 

তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, শুরু থেকেই রাজ্যপাল সমান্তরাল সরকার চালানোর চেষ্টা করছেন এবং এইসবই হচ্ছে বিজেপির অঙ্গুলিহেলনে। এমন কিছু পদক্ষেপ তিনি নিচ্ছেন যা সরকার আগে থেকে জানছে না। অভিযোগের তদন্ত হলে তা পুলিশ করবে, তার জন্য রাজ্যের সেই ব্যাপারে জানা দরকার। কিন্তু তিনি তা জানাচ্ছেন না। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *