ফের রাতে এল নির্দেশ, ‘স্পিড প্রোগ্রাম’ নামে নয়া কর্মসূচি আনলেন রাজ্যপাল

কলকাতা: রাজ্য ও রাজ্যপালের সম্পর্কে যে তিক্ততা রয়েছে, তা কারও অজানা নয়৷ বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে উভয়ের মধ্যে সংঘাত হয়েছে৷ সেই সংঘাতের আবহেই একাধিক প্রকল্প নিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস৷ রাজ্যে পঞ্চায়েত ভোট পর্বের মাঝে রাজভবনে ‘পিস রুম’ চালু করেছিলেন তিনি। তারপর চালু করেন ‘অ্যান্টি ব়্যাগিং সেল’ এবং আমনে–সামনে। এবার চালু করলেন ‘স্পিড প্রোগ্রাম’৷
বিশ্ববিদ্যালয়গুলির কাজের ক্ষেত্রে যাতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় এবং কাজে গতি আনতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। বিধানসভায় পাশ হওয়া পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় আইন (সংশোধন) বিলে সই করেননি রাজ্যপাল। এর জন্য মঙ্গলবার রাজভবনের হলফনামা চায় কলকাতা হাই কোর্ট। সেই হলফনামা তৈরি করার আগেই রাজ্যের বিশ্ববিদ্যালগুলির কাজে গতি আনতে নতুন কর্মসূচি ঘোষণা করে দিলেন রাজ্যপাল বোস।
এর পাশাপাশি রাত্রিবেলা বেশ কিছু নির্দেশও জারি করলেন তিনি। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির পরিচালন পদ্ধতিকে ত্বরাণ্বিত করতে ‘স্পিড প্রোগ্রাম’ নামে আনলেন নয়া কর্মসূচি। মঙ্গলবার বেশি রাতে রাজভবন থেকে যে নির্দেশিকা প্রকাশ করা হয় তাতে শিক্ষক নিয়োগ সংক্রান্ত ২৫টি কমিটি গঠনের কথাও উল্লেখ করা হয়েছে। এছাড়াও বাকি পড়ে থাকা কাজগুলি চিহ্নিত করে দ্রুততার সঙ্গে তা শেষ করার জন্য একটি পরামর্শদাতা কমিটি গড়ার নির্দেশও দিয়েছেন রাজ্যপাল৷ আচার্য সিভি আনন্দ বোসের নির্দেশে একটি মনিটরিং সেলও চালু করা হয়েছে। যে মনিটরিং সেলের সঙ্গে যোগাযোগ রাখবেন খোদ রাজ্যপাল৷ ফোন এবং ইমেল মারফৎ অভিযোগ জানানো যাবে।
রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যরাও যে কোনও সময় আচার্য সিভি আনন্দ বোসের সঙ্গে ওই মনিটরিং সেলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। কারণ এই সেল ২৪ ঘণ্টা চালু থাকবে। যার টেলিফোন নম্বর (০৩৩–২২০০১৬৪২) এবং ইমেল—aamnesaamne.rajbhavankolkata@gmail.com। এখানে অভিযোগ জানাতে পারবেন সকলেই।