এইটুকু জায়গায় কীভাবে থাকেন? মুখ্যমন্ত্রীর বাড়ি দেখে অবাক রাজ্যপাল

এইটুকু জায়গায় কীভাবে থাকেন? মুখ্যমন্ত্রীর বাড়ি দেখে অবাক রাজ্যপাল

কলকাতা: প্রতিবছরের মতো এই বছরও বাড়ির কালীপুজো আয়োজন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারের সন্ধ্যাতে স্বমহিমায় দেখা যায় তাঁকে। পুজোর আয়োজন থেকে ভোগ রান্না, সবই করেছেন। আর এই পুজোতে আমন্ত্রণ ছিল পশ্চিমবঙ্গের রাজ্যপাল লা গণেশনের। সেই নিমন্ত্রণ রক্ষার্থে তিনি তাঁর বাড়ি যান। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখে তিনি বিস্মিত হয়েছেন বলে খবর। এত ছোট জায়গায় রাজ্যের মুখ্যমন্ত্রী কী ভাবে থাকেন, সেই প্রশ্ন উঠেছে তাঁর মনে।

আরও পড়ুন- প্রায় দেড় হাজার কোটি, ‘স্বাস্থ্যসাথী’ সংক্রান্ত খরচের তথ্য দিল রাজ্য

সোমবার সন্ধ্যায় হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পৌঁছন রাজ্যপাল লা গণেশন। সেই কালীঘাটের বাড়ি দেখে তিনি অবাক হয়ে গিয়েছেন। তাঁর একটাই প্রশ্ন, এই বাড়িতে এতটুকু জায়গায় কী ভাবে থাকেন বাংলার মুখ্যমন্ত্রী? হলফ করেই বলা যায়, তিনি কখনই ভাবতে পারেননি যে একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়ি এমন হবে। তাতেই তিনি আরও অবাক হয়েছেন। এদিকে, প্রতিবারের ন্যায় এইবারও মুখ্যমন্ত্রীর বাড়িতে কালীপূজোয় ছিল চাঁদের হাট। দলের সাংসদ, বিধায়ক, সাংস্কৃতিক জগতের বিশিষ্টরা সহ আরও অনেকে পৌঁছে যান তাঁর বাড়িতে।

কালীপুজোয় ভোগের খিচুড়ি রাঁধেন মুখ্যমন্ত্রী। হাতা খুন্তি হাতে ধরা দিয়েছেন হেঁশেলের ছবিতেও। মুখ্যমন্ত্রীর হাতে তৈরি ভোগই নিবেদন করা হয় মাকে। নিজে হাতেই ভোগ নিবেদন করেন মুখ্যমন্ত্রী। কেবলমাত্র ভোগ রান্নাই নয়, সকাল থেকেই বাড়ির কালীপুজোর নানা রকম কাজে ব্যস্ত ছিলেন তিনি। পুজোর সমস্ত কাজে কড়া নজর তাঁর৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + four =