কলকাতা: ঠিক এক বছর আগে বাংলায় রাজ্যপাল হয়ে এসেছিলেন সিভি আনন্দ বোস। আজকের দিনে তার বর্ষপূর্তি পালন করছেন তিনি। তবে শুধু দিল পালনই নয়, রাজ্যের সাধারণ মানুষকে আগামী দিনের জন্য বড় বার্তাও দিলেন রাজ্যপাল। একই সঙ্গে নবান্নের সঙ্গে তাঁর কেমন সম্পর্ক সেই বিষয়ে ‘আসল’ তথ্য দিলেন।
এদিন রাজ্যপাল জানান, রাজভবন আর নবান্নের সম্পর্ক বাইরে থেকে দেখতে যেমন লাগে আসলে তেমন নয়। দুই পক্ষ একসঙ্গে কাজ করার চেষ্টা করে, সহাবস্থান রাখার চেষ্টা করে। আসলে ততটা সংঘাত নেই, যতটা দেখানো হয়। অনেক সময়ই শাসক দলের তরফ থেকে রাজভবনের বিরুদ্ধে বড় অভিযোগ আনা হয়েছে। রাজ্যপাল সমান্তরাল সরকার চালানোর চেষ্টা করছেন বলেও তোপ দাগা হয়েছে। যদিও এই বিষয়ে তেমন একটা আলোকপাত এদিন করেননি বোস। বরং রাজভবনে যে ‘অ্যান্টি করাপশন সেল’ খুলেছেন তিনি তাতে কোনও দুর্নীতি হলেই অভিযোগ জানানোর জন্য রাজ্যবাসীকে আবেদন জানান রাজ্যপাল।
নিজের এক বছর রাজ্যপাল হিসেবে পূর্তিতে সিভি আনন্দ বোস এদিন এও জানান, তিনি চান পশ্চিমবঙ্গ থেকে হিংসা ও দুর্নীতি বন্ধ করতে। তাই রাজ্যবাসীর কাছে তাঁর আবেদন, ঘুষ নেবেন না, ঘুষ দেবেন না। তাঁর এও বক্তব্য, বিগত বছরে যে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তার সঙ্গে প্রশাসন বা রাজ্য সরকার সরাসরি জড়িত আছে বলে তিনি মনে করছেন না, কিন্তু সকলকে আইন মেনে চলার পরামর্শ দিচ্ছেন।