Aajbikel

সাপ্তাহিক কাজের হিসাব এখনও পায়নি রাজভবন, ছয় উপাচার্যকে শো-কজ

 | 
CV

কলকাতা: রাজ্য এবং রাজ্যপাল সংঘাত কি ফের শুরু হল? আবহ তৈরি হল বলাই যায় কারণ, রাজ্যের ছয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে শো-কজ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিশ্ববিদ্যালয়গুলির কাছ থেকে তিনি সাপ্তাহিক কাজের একটি হিসাব চেয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত এই হিসেবের কোনও রিপোর্ট রাজভবনে পৌঁছয়নি। তাই ছয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে শো-কজের সিদ্ধান্ত নেন রাজ্যপাল। 

রাজভবন সূত্রে খবর, মঙ্গলবার বর্ধমান বিশ্ববিদ্যালয়-সহ মোট ৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যেরা রাজ্যপালের এই শো-কজ চিঠি পেয়েছেন। সেখানে তাদের ওই হিসেব না দেওয়ার কারণ দর্শাতে বলা হয়েছে। তবে শুধু এই ক'টি বিশ্ববিদ্যালয় নয়, আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় এই শো-কজ চিঠি পেতে পারে বলেও শোনা যাচ্ছে। রাজভবন জানিয়েছিল, বিশ্ববিদ্যালয়ের কাজ আরও সহজ করা এবং ছাত্রছাত্রীদের বৃহত্তর স্বার্থেই এই রিপোর্ট তলব করা হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও রাজ্যপাল কোনও উত্তর বা রিপোর্ট হাতে পাননি। প্রায় মাস খানেক আগেই হিসেব চাওয়া শুরু করেছিল রাজভবন। 

এর আগে রিপোর্ট জমা পড়েনি বলে উপাচার্যদের চিঠি দিয়েছিল রাজভবন। ওই চিঠিতে উপাচার্যদের প্রয়োজনীয় পদক্ষেপ করতে অনুরোধ করা হয়েছিল। কিন্তু তখনও কোনও রকম পদক্ষেপ তাদের পক্ষ থেকে নেওয়া হয়নি। যদিও ওই চিঠির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষা দফতর দাবি করে, তাঁদের সম্পূর্ণ অন্ধকারে রেখে ওই চিঠি পাঠানো হয়েছে উপাচার্যদের। বিষয়টি আদৌ বৈধ কি না, তা জানতে তারা আইনি পরামর্শ নেবে। 

Around The Web

Trending News

You May like