governor
কলকাতা: উপাচার্য নিয়োগ ইস্যু থেকে শুরু করে আরও একাধিক বিষয়ে শেষ কয়েক সপ্তাহ ধরে রাজ্যপালের সঙ্গে সরাসরি সংঘাতে লেগেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সম্প্রতি রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নাম না করে ‘ভ্যাম্পায়ার’ বলেও কটাক্ষ করেন তিনি। কিন্তু আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই নিয়ে মন্তব্য না করলেও পরোক্ষে শিক্ষামন্ত্রীকে কার্যত একহাত নিলেন রাজ্যপাল। তাঁর বক্তব্য, কোনও ‘জুনিয়র কর্মী’র মন্তব্যে তিনি উত্তর দেবেন না। কিন্তু আলোচনা হলে মুখ্যমন্ত্রীর সঙ্গেও করবেন।
সোমবার রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজভবনেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তিনি সেখানে জানান, যদি কিছু বলার থাকে বা কোনও কিছুর প্রয়োজন হয়, তাহলে তিনি তাঁর সংবিধানিক সহকর্মী মুখ্যমন্ত্রীকে বলবেন, তাঁর সঙ্গে আলোচনা করবেন। কিন্তু কোনও অধস্তন সহকর্মীকে কিছু বলবেন না। এমনকি তাঁর (পড়ুন ব্রাত্য বসু) মন্তব্যকে বিশেষ পাত্তা দিতেও তিনি রাজি নন। আসলে ক’দিন আগেই রাজ্যপালের এক মন্তব্যকে কটাক্ষ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নাম না করেই তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘শহরে নতুন রক্তচোষা (ভ্যাম্পায়ার) এসেছে।’ তারপরই বিতর্ক আরও বেড়েছিল।
এদিকে অবশ্য আরও একটি বিষয় নিয়ে চাপানউতোর সৃষ্টি হয়েছে। নবান্ন এবং দিল্লিতে চিঠি পাঠানো নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন রাজ্যপাল। এই ইস্যুতে তিনি যা মন্তব্য করেছেন তা আরও বেশি জল্পনা সৃষ্টি করছে। তাঁর কথায়, যেটা গোপনীয়, সেটা গোপনীয়। তিনি কিছু জানাতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রীকে। আবার তিনি এও বলেন, মুখ্যমন্ত্রী বিদেশ সফরে যাচ্ছেন। তাই তার আগে তাঁর ওপর কোনও চাপ তৈরি করতে তিনি চান না। তিনি ফিরে এলে বিষয় নিয়ে আলোচনা হবে।