শুভেন্দু সাক্ষাতের পরই দিল্লির পথে ধনখড়, বাড়ছে জল্পনা

শুভেন্দু সাক্ষাতের পরই দিল্লির পথে ধনখড়, বাড়ছে জল্পনা

ca6ffca2f311657e770641a6057f81b6

 

কলকাতা: ফের দু’দিনের দিল্লি সফরে রাজ্যপাল৷ তবে ঠিক কি কারণে এই সফর তা স্পষ্ট না হওয়ায় বাড়ছে জল্পনা৷ কারণ, রাজ্যপাল জগদীপ ধনকড়ের আমলে তাঁর প্রতিটি সফরই আগে থেকে জানানো হয় সংবাদমাধ্যমকে৷ এমনকি বহু ক্ষেত্রে সরাসরি রাজ্যপালকে টুইটও করে নিজের সফরসূচী জানাতে দেখা গিয়েছে৷ স্বাভাবিকভাবেই, রাজ্যপালের সফর এবং গোপনীয়তাকে কেন্দ্র করে জল্পনা তুঙ্গে৷ যদিও এবিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি রাজভবন থেকে৷

জল্পনার সূত্রপাত, শুভেন্দু অধিকারী৷ রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করিয়ে দিচ্ছেন, গতবারে ১৭ জুলাই আচমকায় দিল্লি গিয়েছিলেন রাজ্যপাল৷ তার আগেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপালের কাছে ক্ষোভ প্রকাশ করেছিলেন শুভেন্দু৷ এবারেও শুভেন্দু বেশ কিছু দাবি নিয়ে মঙ্গলবার হাজির হয়েছিলেন রাজভবনে৷ প্রসঙ্গত, গত শনিবার হাওড়ার বাগনানে গণধর্ষণের শিকার হন এক বিজেপি কর্মীর পক্ষাঘাত গ্রস্ত স্ত্রী৷ ধর্ষণের অভিযোগ ওঠে তৃণমূলের স্থানীয় প্রধান সহ একাধিক নেতার বিরুদ্ধে৷ শুভেন্দুর অভিযোগ, প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা হচ্ছে৷ আসামী বদলে ফেলা থেকে রিপোর্ট পরিবর্তনের মতো গুরুতর অভিযোগ এদিন সকালেই এনেছিলেন শুভেন্দু৷ তারপরই এদিন দুপুরে এবিষয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি৷

অপর একটি অংশের মতে সামনেই ১৬ অগাস্ট৷ ‘খেলা হবে’ দিবস হিসেবে সংশ্লিষ্ট দিনটিকে চিহ্নিত করেছেন মুখ্যমন্ত্রী৷ কিন্তু ১৯৪৬ সালে কলকাতা শহর সাক্ষী ছিল এক মর্মান্তিক ঘটনার৷ ছেচল্লিশের দাঙ্গার সেই ইতিহাস তুলেই একাধিক হিন্দু সংগঠনের পক্ষ থেকে এদিন রাজ্যপালের কাছে সংশ্লিষ্ট দিনটি বদলের আর্জি জানানো হয়৷ ঘটনাচক্রে ওই সংগঠনের প্রতিনিধিরাও গিয়েছিলেন শুভেন্দুর সঙ্গে৷ সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক জনের সঙ্গে বৈঠক করবেন রাজ্যপাল৷ স্বভাবতই, তার সফর ঘিরে বাড়ছে জল্পনা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *