শুভেন্দুর সঙ্গে বৈঠকের পরেই দিল্লি সফরে রাজ্যপাল, তুঙ্গে জল্পনা

শুভেন্দুর সঙ্গে বৈঠকের পরেই দিল্লি সফরে রাজ্যপাল, তুঙ্গে জল্পনা

কলকাতা:  রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে গতকালই শুভেন্দু অধিকারীর সঙ্গে রাজভবনে বৈঠক করেছিলেন তিনি৷ আজ মঙ্গলবার তিন দিনের সফরে দিল্লি যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ শুক্রবার কলকাতায় ফিরবেন তিনি৷ দিল্লিতে একাধিক বৈঠক রয়েছে তাঁর৷ ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। 

আরও পড়ুন- আগামী ৫ বছরের জন্য আইপ্যাকের সঙ্গে গাঁটছড়া তৃণমূলের, পিকে’র ভূমিকা নিয়ে জল্পনা

গতকাল বিজেপি বিধায়কদের সঙ্গে নিয়ে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই বৈঠকেও উঠে এসেছিল ভোট পরবর্তী হিংসার কথা৷ এর  ২৪ ঘণ্টার মধ্যেই রাজধানী রওনা হচ্ছেন রাজ্যপাল৷ তাঁর এই দিল্লি সফর তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷ এদিন টুইট করে রাজ্যপাল জানান, তিনি তিন দিনের জন্য দিল্লি যাচ্ছেন৷ ১৮ জুন কলকাতায় ফিরবেন৷ তবে দিল্লিতে তাঁর কর্মসূচি সম্পর্কে কোনও উক্তি করেননি৷ রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে বরাবরই সরব রাজ্যপাল৷ গতকাল রাজ্যের পরিস্থিতি নিয়ে তাঁর কাছে নালিশ জানান শুভেন্দু৷ তাঁর অভিযোগ, ভোটের ফল ঘোষণার পর থেকেই রাজ্যে আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে৷ দলীয় কর্মীরা খুন হচ্ছে৷ ঘর ছাড়া কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক৷ বেড়েছে ধর্ষণের ঘটনা৷ 

এর পর শুভেন্দু অধিকারীকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠকও করেন জগদীপ ধনকড়৷ তিনি বলেন, ‘‘রাজ্যে একাধিক জাগয়ায় ভোট পরবর্তী হিংসা হয়েছে৷ সেই জায়গাগুলিতে কেন গেলেন না মুখ্যমন্ত্রী?’’  তাঁর কথায়, ‘‘বাংলায় নিঃশ্বাস নিতে পারছে না গণতন্ত্র৷ নিরপেক্ষ ভাবে কাজ করুক প্রশাসন৷ এখানে যা হচ্ছে, তা পৃথিবীর কোথাও হয় না৷’’ আর এর পরেই রাজ্যপালের দিল্লি সফর অন্য মাত্রা যোগ করেছে৷ দিল্লি গিয়ে তিনি কি ৩৫৬ ধারা জারির আর্জি জানাতে চলেছেন? তা নিয়েও প্রশ্ন উঠেছে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *