মানুষের ‘দুয়ারে’ পৌঁছতে এবার নিজস্ব ইউটিউব চ্যনেল আনলেন রাজ্যপাল

মানুষের ‘দুয়ারে’ পৌঁছতে এবার নিজস্ব ইউটিউব চ্যনেল আনলেন রাজ্যপাল

কলকাতা: রাজ্যপালকে টুইটারে ব্লক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সংসদে রাষ্ট্রপতির কাছে তাঁর অপসারণের দাবি জানিয়েছেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ অন্যদিকে ক্রমাগত রাজ্যের গণতান্ত্রিক ব্যবস্থার দিকে আঙুল তুলেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ তাঁর অভিযোগ, রাজ্যে সাংবিধানিক আইন বিপন্ন৷ রাজ্য-রাজ্যপাল তরজার মাঝেই রাজ্যবাসীর আরও কাছে পৌঁছতে ইউটিউবে নিজের চ্যানেল আনলেন রাজ্যপাল৷ ইতিমধ্যেই ওই টিউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা ৩০০ ছাড়িয়ে গিয়েছে৷ 

আরও পড়ুন- এসপি’কে ধমক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, ‘মেরুদণ্ডে আঘাত’ বলে নিন্দা রাজ্যপালের

প্রসঙ্গত, ২০২০ সালেই এই চ্যানেল খুলেছিলেন রাজ্যপাল৷ কিন্তু সম্প্রতি তা নজরে আসে৷ রাজ্যপালের  সমস্ত বৈঠক থেকে শুরু করে সাংবাদিক বৈঠক, ভিডিয়ো বার্তা রয়েছে ওই চ্যানেলে। সূত্রের খবর, টুইটারে  ভিডিয়োর সময়সীমা সীমিত থাকায় অনেক সময়েই সম্পূর্ণ বার্তা সাধারণের কাছে পৌঁছনো সম্ভব হয় না৷ তাই তিনি দ্বারস্থ হয়েছেন ইউটিউবের৷ সেখানে রাজ্যপালের সমস্ত বক্তব্যই ভিডিয়ো আকারে আপলোড করা হয়েছে৷ এখনও পর্যন্ত রাজ্যপালের ইউটিউব চ্যানেলে মোট ১০টি ভিডিয়ো রয়েছে৷ 

যদিও রাজ্যপালের এই পদক্ষেপ ঘিরে অনেকেই প্রশ্ন তুলেছেন৷ রাজ্যের সাংবিধানিক প্রধান হয়ে এভাবে নিজস্ব ইউটিউ চ্যানেল তৈরি করতে পারেন রাজ্যপাল? রাজ্যপালের পদে থেকে এই ধরনের ‘প্রচার’ কি আদৌ শোভনীয়? রাজ্যপালের এই ইউটিউব চ্যানেল নিয়ে শাসক শিবিরেও কানাঘুষো শুরু হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত এই বিষয়ে শীর্ষনেতৃত্বের কোনও প্রতিক্রিয়া মেলেনি৷ 

এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অবশ্য বক্তব্য, “রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান। তিনি মনে করলে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতেই পারেন৷ ফেসবুক, টুইট্যার এবং ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় এই তিনটে মাধ্যম ব্যবহার করাই যায়। এতে কোনও দোষ নেই। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 17 =