করোনা চিকিৎসা সরঞ্জাম কেনায় দুর্নীতি, কাটমানি কোথায়? শ্বেতপত্র প্রকাশের দাবি রাজ্যপালের

করোনা চিকিৎসা সরঞ্জাম কেনায় দুর্নীতি, কাটমানি কোথায়? শ্বেতপত্র প্রকাশের দাবি রাজ্যপালের

 

কলকাতা: করোনা আবহে চিকিৎসা সরঞ্জাম কেনা নিয়েও দুর্নীতির অভিযোগ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য প্রশাসনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলে এবার বিস্ফোরক অভিযোগ তুললেন খোদ রাজ্যের সাংবিধানিক প্রধান৷ করোনা-ক্রয়ের হিসেব চেয়ে, কাটমানি কোথায় গেল? সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন তুলে দিয়েছেন রাজ্যপাল৷ করোনা চিকিৎসা সরঞ্জাম কেনায় দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবিও তুলেছেন ধনকর৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টকে  ট্যাগ করে সরাসরি কাটমানির প্রসঙ্গ তুলেছেন রাজ্যপাল৷ টুইট করে রাজ্যপাল লিখেছেন, ‘‘এবার পর্দা সরিয়ে আসল তথ্য বাইরে আনুন৷ করোনা চিকিৎসা সরঞ্জাম কেনা নিয়ে আর্থিক অনিয়ম এবং নির্দিষ্ট কয়েকজনের লাভবান হওয়ার খবরে বিরক্তি বোধ করছি৷ কেনাকাটার কাটমানি কোথায় গেল? কে বা কারা লাভবান হবেন? সেটা খোঁজাই তদন্তের একমাত্র কাজ হওয়া উচিত৷ করোনা ক্রয়ের হিসেব, কোথা থেকে কেনা হল, কারা সিদ্ধান্ত নিয়েছিলেন, তা জানিয়ে শ্বেতপত্র প্রকাশ করা হোক৷’’

 

সূত্রের খবর, করোনা চিকিৎসা সরঞ্জাম কেনায় নিয়ে বেশ কিছু গরমিল ধরা পড়েছে৷ সচিবের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি তৈরি করা হয়েছে বলেও খবর৷ করোনা মহামারী রুখতে সরকারি হাসপাতালে বিনামূল্যে করোনা চিকিৎসা ব্যবস্থা করেছে রাজ্য সরকার৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রচুর মাস্ক, পিপিই–সহ চিকিৎসা সরঞ্জাম কেনা হয়৷ ৩০ লক্ষ পিপিই, ৩৭ লক্ষ এন৯৫ মাস্ক ও ৪০ লক্ষ গ্লাভস কেনার বরাদ দেওয়া হয়েছে৷ তাতে ২ হাজার কোটি টাকারও বেশি খরচ হয়েছে বলে খবর৷ এই লেনদেন নিয়ে এবার ‘দুর্নীতি’র গুরুতর অভিযোগ তুললেন রাজ্যপাল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + ten =