দার্জিলিং: এখন পুরোপুরি ছুটির মেজাজে রয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়। সস্ত্রীক দার্জিলিং বেড়াতে গিয়েছেন তিনি। পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছে তাঁর সঙ্গে। পাহাড়ে গিয়ে প্রথমবার দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী টয় ট্রেন চড়লেন রাজ্যপাল। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে বেশ হাসিখুশি দেখাচ্ছে রাজ্যপাল জগদীপ ধনকড়কে। বোঝাই যাচ্ছে যে প্রথমবার টয় ট্রেনে চেপে তিনি ভীষণ আনন্দিত।
সোমবার বিকেলে রাজভবন থেকে বেরিয়ে দার্জিলিং স্টেশনে যান সস্ত্রীক রাজ্যপাল। তারপর সেখান থেকে টয় ট্রেনে উঠে ঘুম স্টেশন যান তিনি। রাজ্যপালের এই ট্রেন সফরের জন্য আগে থেকেই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল। যাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে ট্রেনের একটিমাত্র কামরা রাজ্যপালের জন্যই বরাদ্দ করা হয়েছিল। ট্রেনে চড়ার পাশাপাশি দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সংগ্রহশালা ঘুরে দেখেন রাজ্যপাল। একই সঙ্গে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ডিরেক্টরের সঙ্গে কথোপকথন হয় তাঁর। পাশাপাশি সেখানকার আধিকারিকদের সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি।
দুর্গাপুজা শুরু হওয়ার কিছু দিন আগেই রাজ্যপাল জানিয়ে দিয়েছিলেন যে তিনি উৎসব মরশুমে উত্তরবঙ্গে ছুটি কাটাতে যাবেন। এরপর সপ্তমীর দিনে তিনি উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেন। তবে এর আগে উত্তরবঙ্গের সফরে গিয়েছিলেন তিনি তবে সেটি ছিল সম্পূর্ণ অন্য কারণ। এইভাবে প্রথমবার শুধুমাত্র ব্যক্তিগত কারণে তথা ঘুরতে উত্তরবঙ্গের গেলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়।