কলকাতা: দেশের তথা রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতি দিন দিন আরো জটিল হচ্ছে। এই প্রেক্ষিতে ইতিমধ্যেই একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে এবার তিনি একাধিক রাজ্যের রাজ্যপালের সঙ্গেও বৈঠক করতে চলেছেন। সেই প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সেই প্রেক্ষিতে এদিন টুইট করেছেন তিনি।
টুইটারে তিনি লিখেছেন, “করোনাভাইরাস পরিস্থিতি আরও জটিল হচ্ছে। তাই সবাইকে একসঙ্গে এর বিরুদ্ধে লড়াই করতে হবে। সাধারণ মানুষকে সচেতন করার জন্য কি পদক্ষেপ নেওয়া হচ্ছে তার জবাব পাওয়ার জন্য মুখ্যসচিবের রিপোর্টের অপেক্ষা করছি।” রাজ্যে চলছে বিধানসভা ভোট। এরমধ্যে বিগত কয়েক সপ্তাহে ব্যাপক বৃদ্ধি হয়েছে করানো ভাইরাস সংক্রমণ এবং মৃত্যুর হারে। তাই পরিস্থিতি যে খুব একটা সুখকর নয় তা বলাই বাহুল্য। সেই প্রেক্ষিতে এবার মুখ্য সচিবের কাছে থেকে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। শনিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭ হাজার ৭১৩ জন। মৃত্যু হয় ৩৪ জনের।
There is an alarming surge of #COVIDー19.
All need to gear up to combat this Covid challenge.
Awaiting response of Chief Secretary @MamataOfficial to update on compliance of directives to sensitise people.
Urge NGOs to take lead in serving society on this aspect. pic.twitter.com/GLrqMqoknu
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 18, 2021
শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৬১ হাজার ৫০০ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ১,৫০১ জনের। সাম্প্রতিক সময়ে এটি একটি নতুন রেকর্ড। গত দেড় বছরে একদিনে এত সংক্রমণ হয়নি দেশে। এই মুহূর্তে দেশের মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৪,৭৮,৮১০৯ জন এবং মৃত্যু হয়েছে ১,৭৭,১৫০ জনের। সংক্রমণের হার গোটা দেশে ৫.৫৫ শতাংশ কিন্তু গত ২৪ ঘন্টায় সেই সংক্রমণের হার ১৬.৬৯ শতাংশ! হঠাৎ বোঝাই যাচ্ছে দিন প্রতি সংক্রমণ কী হারে বৃদ্ধি পাচ্ছে। সংক্রমণের নিরিখে গোটা বিশ্বে এই মুহূর্তে আমেরিকার পরেই স্থান ভারতের। ব্রাজিল নেমে গিয়েছে তৃতীয় স্থানে। মৃত্যুর নিরিখে বিশ্বতালিকায় চতুর্থ তালিকায় রয়েছে ভারত।
Urge all to conform to the Advisory issued @HomeBengal Only strict adherence to observance of protocols will help us sail through this crisis. pic.twitter.com/f7ZevuY2y2
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 18, 2021