রাইসিনা হিলসে বৈঠক সারলেন ধনকড়, আলোচনায় কি রাষ্ট্রপতি শাসন?

রাইসিনা হিলসে বৈঠক সারলেন ধনকড়, আলোচনায় কি রাষ্ট্রপতি শাসন?

e784c0737bdc21c7a0b59e837dc26f23

কলকাতা:  রাজ্য-রাজ্যপাল সংঘাতে ঘৃতাহুতি দিয়ে দিল্লি সফরে গিয়েছিলেন জগদীপ ধনকড়৷ বৃস্পতিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ সারলেন তিনি৷ যদিও কী বিষয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে, তা আনুষ্ঠানিক ভাবে জানানো হয়নি৷ তবে রাষ্ট্রপতি-রাজ্যপাল বৈঠকে পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলার বিষয়টি উঠে আসতে পারে বলে সূত্রের খবর৷ পাশাপাশি রাজ্যে ৩৫৬ ধারা প্রয়োগ নিয়ে কথা হতে পারে বলেও জোড় জল্পনা। 

আরও পড়ুন- অনুমোদন মিলেছে কেন্দ্রের, তুলে নেওয়া হচ্ছে মুকুলের নিরাপত্তা

আজ সকাল সাড়ে ১১টা নাগাদ রাইসিনা হিলসে পৌঁছন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ এক ঘণ্টা পর সেখান থেকে বেরিয়ে যান তিনি৷ সোমবার বিজেপি বিধায়কদের সঙ্গে নিয়ে রাজভবনে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে নালিশ করতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী৷ এর পর শুভেন্দুকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করেন রাজ্যপাল৷ খোঁচা দিয়ে বলেন, ‘‘ভোট পরবর্তী সময়ে বাংলার একাধিক জায়গায় অশান্তি হয়েছে৷ সেই জায়গাগুলিতে কেন গেলেন না মুখ্যমন্ত্রী? বাংলায় হিংসার তাণ্ডব হচ্ছে৷’’ এখানেই থেমে থাকেননি তিনি৷ দ্বন্দ্ব বাড়িয়ে রাজ্যের পরিস্থিতি নিয়ে চিঠি পাঠান মুখ্যমন্ত্রীকে৷ মঙ্গলবার রাতে দিল্লি পৌঁছন তিনি৷ গতকাল কেন্দ্রীয় কয়লামন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন অরুণ কুমার মিশ্র এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ করেন ধনকড়৷ জানা গিয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করতে পারেন রাজ্যপাল৷

আরও পড়ুন- রাতভর ভারী বৃষ্টিতে জল যন্ত্রণায় মহানগর, জলে ভাসছে দক্ষিণবঙ্গ

প্রসঙ্গত, ২০১৯ সালে লোকসভা নির্বাচবের পর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হয়েছিল জগদীপ ধনকড়কে৷ রাজ্যপাল পদে দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্য সরকারের সঙ্ঘে সংঘাতে জড়িয়েছেন তিনি৷ বিধান সভা ভোটের আগেও রাজ্যেই আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছিলেন রাজ্যপাল৷ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রশাসনের রাজনীতিকরণ করেছেন বলেও সুর চড়িয়েছিলেন৷ এবার ভোট পরবর্তী হিংসা নিয়ে খড়গহস্ত তিনি৷
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *