দিনহাটায় ‘গো ব্যাক’ স্লোগান রাজ্যপালকে! আইসিকে ধমক দিলেন ধনকড়

দিনহাটায় ‘গো ব্যাক’ স্লোগান রাজ্যপালকে! আইসিকে ধমক দিলেন ধনকড়

8dee4473e53bbcda1b61c46645385c99

কলকাতা: ভোট-পরবর্তী হিংসায় ছাড়া আক্রান্ত হয়েছেন তাদের দেখতে এদিন কোচবিহার সফরে গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সেখানে গিয়েই ব্যাপক বিরোধিতার সম্মুখীন হতে হয় তাকে এবং শুনতে হয় গো ব্যাক স্লোগান। ‌ পরবর্তী ক্ষেত্রে দিনহাটা থানার আইসিকে প্রবল ভর্ৎসনা করতে দেখা যায় রাজ্যপালকে। এর পরে অবশ্য বিক্ষোভকারীদের লাঠি উঁচিয়ে তেড়ে যায় পুলিশ এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়। সব মিলিয়ে পরিস্থিতির যথেষ্ট উত্তপ্ত হয়। 

জানা গিয়েছে দিনহাটা মদনমোহন পাড়ার মোড়ে যখন রাজ্যপালের কনভয় যাচ্ছিল তখন তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হয় এবং কালো পতাকা দেখানো হয়। তাদের দাবি, রাজ্যপাল কার্যত বিজেপির হয়ে কাজ করছেন এবং এখানে এসে পরিস্থিতি উত্তপ্ত করতে চাইছেন। তাৎপর্যপূর্ণ ভাবে এদিন রাজ্যপালের সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। এই বিক্ষোভের প্রেক্ষিতেই দিনহাটা থানার আইসিকে রাজ্যপাল প্রকাশ্যে ধমক দিয়ে বলেন, তিনি একজন প্রশাসনিক পদে রয়েছেন, তাঁর সফরের মাঝে এই ধরনের বিক্ষোভ কী করে হচ্ছে, প্রশ্ন করেন তিনি। এদিন তিনি অভিযোগ জানিয়ে বলেন, রাজ্যের আইন শৃঙ্খলা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে না হলে রাজ্যপালের গাড়ি ঘিরে এই ধরনের বিক্ষোভ হয় না। সাধারণ লোকের চোখে তিনি ভয় লক্ষ্য করতে পেরেছেন বলেও দাবি করেছেন রাজ্যপাল। এটাও জানিয়েছেন যে সাধারণ মানুষ পুলিশের কাছে যেতে ভয় পায়, এখানে বাড়ি ভাঙচুর করা হচ্ছে, জিনিসপত্র লুট করা হচ্ছে কিন্তু কেউ কোন পদক্ষেপ নিতে পারছে না কারণ তারা ভীত। 

এই প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব প্রবল সমালোচনা করেছে রাজ্যপাল জগদীপ ধনকড়ের। তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস রায় বলেছেন, বাংলার সাধারণ মানুষ রাজ্যপালের এই ধরনের আচরণে খুবই বিরক্ত। এইরকম একটা পরিস্থিতির মধ্যে তিনি প্রত্যক্ষভাবে বিজেপি নেতার মত কাজ করছেন, সেটা প্রত্যেকের কাছেই পরিষ্কার। এই প্রেক্ষিতে তাপস রায়ের কটাক্ষ, রাজ্য সরকারের উচিত একদল চিকিৎসক বন্দোবস্ত করে তাঁর চিকিৎসা শুরু করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *