সরকারি আধিকারিকরা সম্মান দেন না, রাজ্যে আইন নেই: রাজ্যপাল

, রাজ্যে আইনের শাসনই নেই! বর্ধমান সফরে গিয়ে সাংবাদিক বৈঠক করে এমন অভিযোগ তোলেন তিনি।

কলকাতা: হয়তো এমন কোনও ইস্যু নেই যে ইস্যু নিয়ে রাজ্য এবং রাজ্যপাল সংঘাত লাগেনি। একাধিক বিষয়কে কেন্দ্র করে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বারবার অভিযোগ তুলেছেন বাংলায় আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে, সরকারি আধিকারিকরা নিজেদের কাজ ঠিকমতো করছেন না। এবার ফের একবার রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতি নিয়ে সুর চড়ালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এবার তিনি দাবি করলেন, রাজ্যে আইনের শাসনই নেই! বর্ধমান সফরে গিয়ে সাংবাদিক বৈঠক করে এমন অভিযোগ তোলেন তিনি।

এদিন রাজ্যপাল জগদীপ ধনকড় বলেছেন, জেলা সফরে যাওয়ার পরেও সরকারি আধিকারিকরা নাকি তাকে যোগ্য সম্মান দেয় না, তারা রাজনৈতিক দল দাসে পরিণত হয়েছে বলে দাবি করেন তিনি। একইসঙ্গে পুলিশ এবং সরকারি কর্মীদের কাজ নিয়েও প্রশ্ন তোলেন রাজ্যপাল। তাঁর স্পষ্ট দাবি, সরকারি আধিকারিকদের কেউই প্রটোকল মেনে কাজ করছেন না, রাজ্যে আইনের কোন শাসন নেই, তাই অরাজগতা সৃষ্টি হচ্ছে। আসলে একাধিকবার বিভিন্ন সরকারি আধিকারিকদের তলব করার পরেও তারা কেউ রাজ্যপালের নির্দেশ মানেননি, সেই কারণেই আরো ক্ষুব্ধ হয়েছেন তিনি বলে অনুমান বিশেষজ্ঞদের। 

রাজ্যপাল আরো বলছেন, বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বালি এবং কয়লা পাচার চলছে। সিন্ডিকেট রাজ একটা বড় ফ্যাক্টর। বাংলার আইন-শৃঙ্খলা বজায় না থাকার কারণে পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। এই প্রেক্ষিতে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আগামী কয়েকদিন পরেই বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে সুষ্ঠুভাবে হবে কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে তাঁর। উল্লেখ্য কিছুদিন আগেই, পশ্চিম বাংলার রাজ্যপাল পদ থেকে তাঁর অপসারণ চেয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে স্মারকলিপি দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদরা! তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় সহ এই স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন এবং কাকলি ঘোষ দস্তিদার। যে স্মারকলিপি পাঠানো হয়েছে তাতে লেখা হয়েছে, “আমাদের এই মর্মে আবেদন, রাজ্যপাল দেশের সংবিধানকে রক্ষা করতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন এবং সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তা অমান্য করেছেন একইসঙ্গে আইন লংঘন করেছেন”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + eight =