Aajbikel

অভিষেকদের সঙ্গে বৈঠক শেষ করেই দিল্লি যাচ্ছেন রাজ্যপাল, দাবি পূরণের আশ্বাস

 | 
অভিষেক

কলকাতা: দীর্ঘ জটিলতা এবং বিতর্ক শেষে আজই রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সোমবার বিকেল ৪টের কিছু পর রাজভবনের ভিতরে ঢোকেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ৩০ জনের প্রতিনিধি দল। যদিও ২০ মিনিটের মধ্যেই সেই বৈঠক শেষ হয়। তৃণমূল এবং রাজভবন দুই তরফেই এই বৈঠককে ইতিবাচক বলা হয়েছে। এবার জানা গেল, সোমবারই রাজধানীর উদ্দেশে রওনা দেবেন রাজ্যপাল। এই বৈঠকের পরেই দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করে ১০০ দিনের কাজের বকেয়া টাকা এবং সেই সংক্রান্ত কিছু সমস্যার কথা উল্লেখ করে স্মারকলিপি জমা দিয়েছে তৃণমূল। দলের তরফে এও জানান হয়েছে, রাজ্যপাল চিঠিগুলি গ্রহণ করেছেন, বৈঠকও ভালো হয়েছে। অন্যদিকে, বৈঠকের পর রাজভবনের তরফে বিবৃতি দেওয়া হয়েছে। রাজ্যপাল জানিয়েছেন, তিনি ধৈর্য ধরে সব বক্তব্য শুনেছেন। আশ্বাস দিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন। এখন ধারনা, এই সংক্রান্ত কোনও বৈঠক করতেই তিনি রাতারাতি দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। 

উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ রাজভবনে বৈঠক যান সাত জন বঞ্চিত বা ভুক্তভোগী, অর্থাৎ যাঁরা ১০০ দিনের কাজ করেও টাকা পাননি, তাঁদের পরিবারের সদস্য আর দলের প্রতিনিধিরা। দিল্লি অভিযানে গিয়ে তৃণমূল কৃষিভবনে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীকে বঞ্চিতদের চিঠিগুলি দিতে পারেনি। অভিযোগ ছিল, মন্ত্রী দীর্ঘক্ষণ তাঁদের বসিয়ে রেখে পিছনের দরজা দিয়ে চলে গিয়েছিলেন, দেখা করেননি। এর পর কেন্দ্রের প্রতিনিধি হিসাবে বঙ্গে রাজ্যপালের সঙ্গে দেখা করার দাবি তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেষমেষ ৫ দিন ধর্নার পর আজ সাক্ষাৎ হল দুই পক্ষের। এবার তৃণমূলের ধর্না ওঠে কিনা, সেটা দেখার।    

Around The Web

Trending News

You May like