নির্বাচন কমিশনকে ৪৮ ঘণ্টার ‘ডেডলাইন’ রাজ্যপালের! কী চাইছেন তিনি

নির্বাচন কমিশনকে ৪৮ ঘণ্টার ‘ডেডলাইন’ রাজ্যপালের! কী চাইছেন তিনি

5e4c6f60c7455b42df19760c57d2e8b2

বারুইপুর: পঞ্চায়েত ভোটের আবহে লাগাতার অশান্তির ঘটনায় উত্তাল হচ্ছে রাজ্য। ভোটের আর ৫-৬ দিন বাকি, এখনও পর্যন্ত নানা জেলায় হিংসার ঘটনা ঘটেই চলেছে। এই পরিস্থিতিতে রাজ্য নির্বাচন কমিশনকে কড়া বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কমিশনকে ৪৮ ঘণ্টার ডেডলাইন বেঁধে দিলেন তিনি। কিন্তু কী চাইছেন রাজ্যপাল? আসলে চলতি হিংসা এবং মৃত্যুর ঘটনা বন্ধ করতেই এই বার্তা দিয়েছেন তিনি। 

বাসন্তীতে তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় চাপানউতোর চলছে রাজ্যে। আজ আরও দুই জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে। বেশিরভাগ ক্ষেত্রেই শাসক দল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। সোমবার অবশ্য বাসন্তীর নিহত তৃণমূল কর্মীর মেয়ের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই সাক্ষাতের পরেই তিনি রাজ্য নির্বাচন কমিসনকে কড়া বার্তা দিয়ে বলেন, রাজ্যে লাগাতার হিংসা হচ্ছে। কারা অশান্তি ছড়াচ্ছে তা সম্পর্কে তাঁর কাছে তথ্য আছে। কিন্তু কে হিংসা ছড়াচ্ছে, সেটা বড় বিষয় নয়। বড় বিষয় হিংসা আটকানো। ক্তের হোলি বন্ধ হওয়া উচিত, এই মন্তব্য করেই রাজ্য নির্বাচন কমিশনকে ৪৮ ঘণ্টার ডেডলাইন বেঁধে দিয়েছেন তিনি। এই সময়ের মধ্যে কমিশনকে যাবতীয় ব্যবস্থা নিতে হবে হিংসার বিরুদ্ধে।  

রাজ্যপাল আগেই জানিয়েছেন যে তিনি ‘গ্রাউন্ড জিরো’ রাজ্যপাল হতে চান। সেই মতোই তিনি রাজ্যের বিভিন্ন হিংসাপ্রবণ এলাকায় ঘুরেছেন, এখনও তাঁর সেই অভিযান চলছে। ক্যানিং, ভাঙড়, শিলিগুড়ি, কোচবিহার, সব জায়গাতেই অশান্তির ঘটনা ঘটেছে, সেখানে গিয়েছেন রাজ্যপাল বোস। এবার বাসন্তীতে গিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্য নির্বাচন কমিশনকে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *