চাইলেও তথ্য পাননি এখনও! ফের রাজ্যকে খোঁচা রাজ্যপালের

চাইলেও তথ্য পাননি এখনও! ফের রাজ্যকে খোঁচা রাজ্যপালের

কলকাতা: পেগাসাস-কাণ্ডের তদন্ত কমিশন সংক্রান্ত নথিপত্র চেয়েছিলেন তিনি। কিন্তু দু’সপ্তাহ হয়ে গেলেও সেই তথ্য এখনও পর্যন্ত হাতে পাননি বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়। তাই ফের একবার রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে টুইট করলেন তিনি। জানালেন, সংবিধানের ১৬৭ নম্বর ধারা অনুযায়ী এ বিষয়ে তাঁকে অবহিত করতে রাজ্য সরকার বাধ্য। সবমিলিয়ে ফের একবার রাজ্য-রাজ্যপাল সংঘাতের ইঙ্গিত।

গত শুক্রবার পেগাসাস-কাণ্ডের তদন্তে পশ্চিমবঙ্গ সরকারের গড়া কমিশনের কার্যকলাপের ওপর স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। কিন্তু রাজ্যপাল জগদীপ ধনকড় এই বিষয় নিয়ে এখনই চুপ করে যেতে চান না। তাই এই ইস্যুতে ফের একবার রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছেন। তিনি টুইটে লিখে জানিয়েছেন, সংবিধানের ১৬৭ ধারা অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেগাসাস তদন্ত কমিশন গঠনের বিজ্ঞপ্তি এবং কার্যপ্রণালী সংক্রান্ত নথি দিতে বাধ্য। কিন্তু মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এ সংক্রান্ত কোনও নথি দিতে ব্যর্থ হয়েছেন।

আসলে, রাজ্যপাল এ সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি এবং সংশ্লিষ্ট নথিপত্র গত ৬ ডিসেম্বর চেয়ে পাঠিয়েছিলেন। কিন্তু তাঁর অভিযোগ, এখনও পর্যন্ত তা পাননি তিনি। রাজ্য সরকার তাঁর নির্দেশকে পাত্তা দিচ্ছে না বলেই দাবি করছেন রাজ্যপাল। প্রসঙ্গত, এর আগে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন নিয়েও তথ্য চেয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় কিন্তু সেই তথ্যও তিনি পাননি বলেই জানিয়েছিলেন। এই ইস্যু নিয়ে তাঁকে তীব্র কটাক্ষ করেছিল তৃণমূল কংগ্রেসও। আবার সেই একই পরিস্থিতি তৈরি হওয়ার মুখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − five =