কত বিনিয়োগ এসেছে? বাণিজ্য সম্মেলন নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবিতে অমিতকে চিঠি রাজ্যপালের

কত বিনিয়োগ এসেছে? বাণিজ্য সম্মেলন নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবিতে অমিতকে চিঠি রাজ্যপালের

কলকাতা: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে তুঙ্গে রাজ্য-রাজ্যপাল সংঘাত৷ প্রাক্তন অর্থমন্ত্রী তথা রাজ্যের অর্থ দফতরের প্রধান উপদেষ্টা অমিত মিত্রকে চিঠি  দিয়ে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ গত পাঁচ বছরে বিশ্ববাণিজ্য সম্মেলনের কত বিনিয়োগ হয়েছে, তা জানতে চাইলেন তিনি৷ শনিবার সকালে সেই চিঠি টুইটারে পোস্টও করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে শ্বেতপত্র প্রকাশ করতে বলেন রাজ্যপাল৷ উল্লেখ্য, এই নিয়ে দ্বিতীয়বার শ্বেতপত্র প্রকাশের দাবিতে সরব হলেন জগদীপ ধনকড়৷ তাঁর কথায়, ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে রাজ্য সরকার৷ 

আরও পড়ুন- উনি সাধারণ সদস্য! তথাগতর ‘বিদায়ী’ টুইটকে পাত্তাই দিলেন না সুকান্ত

প্রসঙ্গত, কোভিড পরিস্থিতিতে গত ২০২০ এবং ২০২১ সালে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করতে পারেনি রাজ্য সরকার৷ ২০২২ সালে ২০-২১ এপ্রিল দু’দিন ব্যাপী বাণিজ্য সম্মেলনের উদ্যোগ নেওয়া হয়েছে৷ নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এই সম্মেলন হবে৷ দেশ বিদেশের উদ্যোগপতিররা এই সম্মেলনে অংশ নেবেন৷ ইতিমধ্যে টাস্ক ফোর্সও গঠন করা হয়েছে৷ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের কথা ঘোষণা হতেই জোড়া টুইট করেন রাজ্যপাল৷ গত পাঁচ বছরের কত বিনিয়োগ হয়েছে, তার খুটিনাটি জানতে চেয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান তিনি৷  

টুইটারে রাজ্যপাল লেখেন, রাজ্য অর্থ দফতরের প্রধান উপদেষ্টা অমিত মিত্রর অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির বিভ্রান্তির জেরে রাজ্যের উন্নয়নে স্বচ্ছতা এবং দায়বদ্ধতা প্রশ্নের মুখে পড়েছে বলে উল্লেখ করেছেন। 

এদিকে রাজ্যপালকে সমর্থন করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার৷ তিনি বলেন, ‘‘রাজ্যপালের এই দাবি করা স্বাভাবিক। গত য়েক বছর ধরে সরকার এই ধরনের গ্লোবাল সামিট করছে। কত খরচ হচ্ছে, কী বিনিয়োগ হচ্ছে, রাজ্যের মানুষের টাকায় হলে হিসাব তো লাগবেই।”  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =