কলকাতা: রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের আবহে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে নিয়ে আগেই অসন্তোষ প্রকাশ করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রথমে তো রাজীব সিনহার নিয়োগ পত্র নিয়ে জটিলতা তৈরি হয়েছিল, কারণ তাঁর নিয়োগ পত্র ফিরিয়ে দিয়েছিলেন রাজ্যপাল। পরে জানান, তিনি তাঁর কাজে হতাশ। মাঝে আবার রাজ্যে হিংসা কমাতে নির্বাচন কমিশনারকে ৪৮ ঘণ্টার ডেডলাইন পর্যন্ত দিয়েছিলেন রাজ্যপাল। এবার আরও একবার তাঁকে সতর্ক করে ‘কাজ’ করতে বললেন তিনি।
বাংলায় নির্বাচনের আবহে হিংসার ঘটনা ঘটেই চলেছে, থামছে না। ইতিমধ্যেই উত্তর এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে একাধিক জেলায় পরিদর্শন করে এসেছেন রাজ্যপাল। গোটা পরিস্থিতি খতিয়ে দেখে তিনি ফের একবার রাজ্য নির্বাচন কমিশনারকে কড়া বার্তা দিলেন। এদিন তিনি স্পষ্ট জানালেন, হিংসা রুখতে রাজীব সিনহা ব্যর্থ। তাঁর উদ্দেশে রাজ্যপাল বলেন, রাজ্যবাসীকে হতাশ করেছেন নির্বাচন কমিশনার। তিনি তাঁর কাজ সম্পূর্ণ ব্যর্থ। তবে এখনও সময় আছে, সঠিক পদক্ষেপ নেওয়ার এবং রাজধর্ম পালন করার। যদিও রাজ্যপালের এই মন্তব্য একেবারেই ভালোভাবে নেয়নি বাংলার শাসক দল। তাঁর কড়া সমালোচনা করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে।
আসলে রাজ্যপাল নিজেকে ‘গ্রাউন্ড জিরো’ রাজ্যপাল বলেই চিহ্নিত করতে চেয়েছেন। হিংসাজনক এলাকা ঘুরে দেখা, মানুষের সঙ্গে কথা বলা, পিস রুম খোলা… সবই করেছেন তিনি। তাই শাসক শিবির তোপ দেগে আগেই দাবি করেছে যে তিনি বিজেপির তাঁবেদারি করছেন, সমান্তরাল সরকার চালানোর চেষ্টা করছেন। এবারও সেই এক দাবিই করা হল তাঁর বিরুদ্ধে। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের কথায়, রাজ্যপালের নামে সিভি আনন্দ বোস যে কাজটি করলেন, তা বিজেপির এজেন্টের কাজ।