কলকাতা: রাত পোহালেই রাজ্যের পঞ্চায়েত ভোট। তবে শেষ কয়েক সপ্তাহে যা যা ঘটনা রাজ্যে ঘটেছে তার পর এই ভোট নিয়ে উৎকণ্ঠাই বাড়ছে। রাজ্যের বিভিন্ন এলাকা থেকে হিংসার খবর এসেছে। বোমাবাজি থেকে শুরু করে গুলি, মারধর, সংঘর্ষ সবই হয়েছে। তবে এই সময়ে অধিকাংশ এলাকা পরিদর্শন করতে বেরিয়ে ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি নিজেকে ‘গ্রাউন্ড জিরো’ রাজ্যপাল হিসেবেই চিহ্নিত করতে চেয়েছেন। এবার তিনি জানালেন, ভোটের দিনও রাস্তায় থাকবেন, তাও আবার নিজের অ্যাকশন নিয়ে।
ভাঙড়, ক্যানিং, বাসন্তী, রানিনগর, ডোমকল… একটার পর একটা জায়গার নাম বলা যায় যেখানে অশান্তির হয়েছে বলে দাবি করেছে বিরোধীরা। অন্যদিকে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকাও হিংসার কবলে পড়েছিল বলে দাবি। সেই সব এলাকায় ঘুরে এসেছেন রাজ্যপাল, কথা বলেছেন স্থানীয়দের সঙ্গেও। পঞ্চায়েত ভোটের ঠিক একদিন আগে তাই তিনি জানালেন, মানুষের স্বার্থে তিনি শনিবার রাস্তায় থাকবেন। মানুষ সুষ্ঠুভাবে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে, এটা তিনি নিশ্চিত করতে চান। উল্লেখ্য, এর আগে তিনি রাজ্য নির্বাচন কমিশনারের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিলেন। তাঁকে কার্যত ধমক দিয়ে রাজধর্ম পালন করতে বলেছিলেন।
এই অশান্তির আবহেই রাজভবনে ‘পিস রুম’ খোলেন রাজ্যপাল আনন্দ। এদিন তিনি জানিয়েছেন, এই পিস রুম আগের রাজভবনের পিস রুমের মতো নয়। মানুষ সেখানে অভিযোগ জানালে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করা হবে। মানুষের গণতান্ত্রিক অধিকার যাতে সুরক্ষিত থাকে সেই প্রেক্ষিতে সব রকমের চেষ্টা তিনি করবেন বলে জানান রাজ্যপাল।