বিশেষ দুই কারণ, বিদেশ সফরটাই বাতিল করলেন রাজ্যপাল

বিশেষ দুই কারণ, বিদেশ সফরটাই বাতিল করলেন রাজ্যপাল

কলকাতা: আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে আয়োজিত বিশ্ব সংস্কৃতি উৎসবে যোগদানের কথা ছিল বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের। তাঁকে রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন মহাসচিব বান কি মুন আমন্ত্রণ জানিয়েছিলেন বলে রাজভবন জানিয়েছিল। সেই প্রেক্ষিতে মঙ্গলবার আমেরিকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল রাজ্যপালের। কিন্তু এই সফর তিনি বাতিল করেছেন বলে জানানো হয়েছে। রাজভবন সূত্রে খবর, বিশেষ দুই কারণে এই সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল। 

সম্প্রতি বিদেশ সফর করে এসেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পের খোঁজে তিনি দুবাই এবং স্পেন গিয়েছিলেন। কিন্তু রাজ্যপালের বিদেশ সফরে না যাওয়ার অন্যতম কারণ খরচ। জানা গিয়েছে, রাজ্যপাল সরকারি কর্মসূচিতে বিদেশ সফরে গেলে তাঁর প্রভাব পড়ত রাজ্য সরকারের কোষাগারে। সেই কারণেই তিনি এই সফর বাতিল করেছেন। তাঁর ধারনা হয়েছে, রাজ্যের আর্থিক পরিস্থিতি আরও জটিল হত তাঁর এই সফরে, তাই তিনি আমেরিকা যাননি। আর এই সফর বাতিলের আরও এক কারণ জানা গিয়েছে, রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি। শেষ কয়েক সপ্তাহে রাজ্যে যে ভাবে মশাবাহিত রোগের ঘটনা বাড়ছে তাতে অবস্থা সঙ্গীন হচ্ছে বলে মত রাজভবনের। তাই এমন পরিস্থিতিতে তিনি বিদেশ সফর করতে চাইলেন না। 

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, রাজভবন এমন কারণ দর্শানোর জন্য ফের একবার রাজ্য-রাজ্যপাল সংঘাত আসন্ন। ‘বেহাল আর্থিক অবস্থা’র কথা বলে রাজভবন যা বোঝাতে চেয়েছে তা নিয়ে নবান্নের সঙ্গে বিরোধী বাঁধতে বাধ্য বলেই ধারনা। এমনিতেই এখন উপাচার্য নিয়োগ ইস্যু হোক কিংবা রাজভবনে বিধায়কের শপথগ্রহণ ইস্যু, সব নিয়েও উত্তেজনা তুঙ্গে দুই পক্ষের মধ্যে। এই সফর বাতিল আরও একটি কারণ বলেই অনুমান সকলের।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *