কলকাতা: রাজ্য সরকারের প্রতি পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় কতবার অভিযোগ তুলেছেন তার ইয়ত্তা নেই। বিভিন্ন সময়ে একাধিক ইস্যুতে রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন তিনি। এবার কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার সুরজিৎ কর পুরকায়স্থকে নিয়ে রাজ্য সরকারের সঙ্গে নতুনভাবে বিবাদে জড়ালেন রাজ্যপাল। বিস্ফোরক অভিযোগ তুলে এদিন সুরজিৎ কর পুরকায়স্থকে টুইট করেন তিনি, যার পাল্টা দিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও’ব্রায়েন। ফের একবার বঙ্গবাসী দেখল রাজ্য এবং রাজ্যপাল সংঘাত।
এদিন রাজ্যপাল জগদীপ ধনকড় মোট তিনটি টুইট করে আক্রমণ করেছেন প্রাক্তন পুলিশ কমিশনারকে। তিনি বলেন, সুরজিৎ কর পুরকায়স্থ এমন কিছু পদক্ষেপ নিয়েছিলেন যা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। পোস্টিং, ট্রানস্ফার এবং তদন্তের বিষয়ে তাঁর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে। তিনি আরো বলেন, এই ঘটনা অবশ্যই গণতন্ত্রকে হত্যা করে। রাজ্য পুলিশের রাজনৈতিকভাবে নিজেদের পদক্ষেপ নেওয়া উচিত একেবারেই অনৈতিক। এই ধরনের ঘটনা পুলিশের নিয়ম এবং সংবিধানকে ব্যাহত করে, খণ্ডন করে। রাজ্যপালের কথায়, রাজনৈতিক কাজ থেকে পুলিশকে ধরে রাখলেই গণতন্ত্র বাঁচবে। সাধারণ মানুষের জন্য কাজ করা এই সমস্ত মানুষ যদি রাজনৈতিক কর্মীতে পরিণত হয় তাহলে সেটা দুঃখ জনক। এই ধরনের কোন ঘটনা ঘটলে অবশ্যই তার শাস্তি হওয়া প্রয়োজন।
Alarming reports that De facto boss @WBPolice Surajit Kar Purakayastha #SSA @MamataOfficial vigorously engaged in translating politically motivated police actions.
Concerned at Field police work of DGP- postings & transfer, investigation usurped by De facto boss Purakayastha.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 28, 2020
Such capitulation #DGP @WBPolice and usurpation #SSA @MamataOfficial sounds death knell of democracy.
Such gross violation of Police Act and constitutional provisions proves political stance of police and administration that is by law required to be “politically neutrality”
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 28, 2020
Decoupling of police from political work is must for survival democracy. “Political Neutrality” is quintessence of administration as per law. Its disregard by public servants by engaging as political workers cannot be countenanced. Such misconduct entails serious consequences.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 28, 2020
রাজ্যপালের এই অভিযোগের প্রেক্ষিতে পাল্টা মুখ খুলেছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তিনি টুইট করে বলেন, ‘আপনাকে পাত্তা দিই না, কিন্তু এবার আপনি সব সীমা ছাড়িয়ে ফেলেছেন। আপনি শুধুমাত্র আপনার প্রভুর হয়ে কথা বলেন! আপনি যে পদে রয়েছেন সেই পদ আপনার জন্য অপমানিত। কোন প্রমাণ ছাড়াই আপনি আপনার রাজনৈতিক প্রভুদের কথায় বাংলাকে অপমান করছেন, এদিকে বাংলার আতিথেয়তা পেয়ে বাংলাতেই থাকছেন। আপনার লজ্জা হওয়া উচিত’।
Normally ignore you, but you have crossed the line. Enough. You are nothing but His Master’s Voice! You are a disgrace to the office you hold. Without basis, u criticize & demean Bengal to serve your political masters. U do this while enjoying Bengal’s hospitality. Shame on you https://t.co/NvVfVjAxzF
— Derek O’Brien | ডেরেক ও’ব্রায়েন (@derekobrienmp) December 28, 2020