ত্রাণের নামে গৃহবধূকে ধর্ষণ, পুলিশকে ঝাঁটাপেটা! আশ্বাস মুখ্যমন্ত্রীর, খোঁচা রাজ্যপালের

ত্রাণের নামে গৃহবধূকে ধর্ষণ, পুলিশকে ঝাঁটাপেটা! আশ্বাস মুখ্যমন্ত্রীর, খোঁচা রাজ্যপালের

কলকাতা: এক মাস অতিক্রান্ত৷ এখনও ক্ষতিপূরণ নিয়ে উঠছে গুচ্ছ দুর্নীতির অভিযোগ৷ ঘূর্ণিঝড়ের ক্ষতিপূরণ নিয়ে জেলায় জেলায় চলছে ক্ষোভ-বিক্ষোভ৷ কখনও শাসকদলের বিরুদ্ধে সরাসরি অভিযোগ, কখনও আবার দুর্নীতির কেন্দ্রে গেরুয়া শিবির৷ এবার ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার নামে ধর্ষণের মতো চাঞ্চল্যকর অভিযোগ উঠল সিঙ্গুরে৷ অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল বিরুদ্ধে৷ প্রাণ দুর্নীতির অভিযোগ তুলে বাগদায় বিডিও অফিসে বিক্ষোভ তৃণমূলের৷ পঞ্চায়েত দফতরে ঢুকতে বাধা পেয়ে পুলিশকে জুতো-ঝাঁটাপেটা তৃণমূল কর্মী সমর্থকদের৷ ত্রাণ অনিয়ম ঘিরে নবান্ন থেকে আশ্বাস মুখ্যমন্ত্রীর৷ পাল্টা খোঁচা রাজ্যপালের৷

ঘূর্ণিঝড়ের ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার নাম করে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে৷ প্রতিবাদে অগ্নিমিত্রা পালের নেতৃত্বে হুগলির সিঙ্গুরে বিক্ষোভ বিজেপির৷ সিঙ্গুর থানা ঘেরাও বিজেপির৷ তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের নির্যাতিতার৷ অভিযোগ ঘূর্ণিঝড়ের ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার নাম করে তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন এখ গৃহবধূ৷ আর এই নিয়ে সিঙ্গুর থানা এলাকায় শুরু হয় চাপানউতোর৷ উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকাও৷ নির্যাতিত পরিবারের পাশে দাঁড়িয়ে এলাকায় বিক্ষোভ দেখান বিজেপিনেত্রী অগ্নিমিত্রা পাল৷ থানার সামনে বিক্ষোভ দেখান তিনি৷ অবিলম্বে তৃণমূল নেতাকে গ্রেফতারের দাবিও তুলেছেন তিনি৷ প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করার পর আজ ওই গৃহবধূকে নিয়ে অগ্নিমিত্রা পাল থানায় গিয়ে অভিযোগ দায়ের করান৷ যদিও গোটা ঘটনার স্বীকার করেছে তৃণমূল৷ তৃণমূলকে কালিমালিপ্ত করার জন্যই বিজেপি এই অভিযোগ তুলছে বলেও পাল্টা দাবি তোলা হয়েছে৷

অন্যদিকে ত্রাণ দুর্নীতির অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে৷ পঞ্চায়েত দফতরের পুলিশের ঘিরে জুতো-ঝাঁটাপেটা তৃণমূল কর্মীদের৷ তৃণমূলের অভিযোগ, বিজেপি পরিচালিত বাগদার কুনিয়ারা দু’নম্বর গ্রাম পঞ্চায়েতে ত্রাণ নিয়ে দুর্নীতি হয়েছে৷ এরই প্রতিবাদে আজ বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মীরা৷ করা হয় মিছিল৷ পঞ্চায়েত দফতরে ঢুকতে বাধা পেয়ে পুলিশের উপর ঝাঁটা হাতে চড়াও হন তৃণমূলের কর্মীরা৷ পঞ্চায়েতের গেট ভাঙার চেষ্টা করা হয়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে জখম হন এক পুলিশকর্মী৷ পুলিশকে জুতো দিয়ে মারার চেষ্টা করা হয়৷ পরে পরিস্থিতি বেগতিক দেখে এলাকা ছাড়ে পুলিশ৷ অভিযোগ, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয় স্থানীয় তৃণমূল কর্মীদের৷ পরে তৃণমূল কর্মীরা পঞ্চায়েতের গেট ভেঙে ভেতরে ঢোকেন৷ এই নিয়ে  কুনিয়ারা দু’নম্বর গ্রাম পঞ্চায়েতে উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগ অস্বীকার করে সে বিজেপি৷ কারা ঝাঁটাপেটা করেছে পুলিশকে, তা দেখা হবে বলে জানিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব৷

ক্ষতিপূরণে তাড়াহুড়ো করতে গিয়ে কিছু ভুল হয়ে গিয়েছে৷ তবে প্রকৃত ক্ষতিগ্রস্থরা ত্রাণ থেকে কখনও বঞ্চিত হবেন না৷ আজ নবান্নে দাঁড়িয়ে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ মরা করোনা মোকাবেলা করছি৷ আমফান বিপর্যয় মোকাবিলা করছি৷ আমরা ক্ষতিপূরণের টাকাটা একটু তাড়াতাড়ি পাঠিয়েছি বলে কোথাও কোথাও একটু ভুলভ্রান্তি হয়ে গিয়েছে৷ কোথাও কোথাও৷ সেটা আমরা সংশোধন করে নিয়েছি৷ কেউ বঞ্চিত হবেন না৷ এইটুকু জেনে রেখে দেবেন,  ভরসা রাখবেন আমার উপরে, রাখবেন৷ আমি মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছি, কেউ যাতে বঞ্চিত না হয়৷ ক্ষতি হলে তিনি ক্ষতিপূরণ পাবেন৷’’

ত্রাণ দুর্নীতি নিয়ে খোঁচা দিতে ছাড়েননি রাজ্যপাল জগদীপ ধনকর৷ ঘূর্ণিঝড়ে ত্রাণের টাকা নিয়ে যে দুর্নীতি হয়েছে, তা রাজ্যের লজ্জা বলেও মন্তব্য করেছেন রাজ্যপাল৷ এখন শাস্তি দিয়ে সেই সমস্ত অন্যায় সংশোধন করা যাবে না বলেও মনে করছেন রাজ্যপাল৷ একটি অনুষ্ঠান থেকে আজ রাজ্যপাল বলেন, ‘‘জল অনেকটা গড়িয়ে গিয়েছে৷ যা হয়ে গেছে তা আর মেটানো যাবে না৷ যারা প্রকৃত ক্ষতিগ্রস্থ তারা সুবিধা থেকে বঞ্চিত৷ এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যারা উপযুক্ত সুবিধাভোগী নন, তারাও যদি সুবিধা পেয়ে থাকেন, এটা সত্যি সত্যি গুরুতর অপরাধ৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − nine =