কলকাতা: মতুয়া মহাসঙ্ঘের মেলায় যেতে পারেননি তিনি। মেলায় যাওয়ার জন্য বেরিয়ে মাঝপথেই অসুস্থ হয়ে পড়েন রাজ্যপাল। তাঁকে রাজভবনে ফিরিয়ে আনা হয়। তারপর কিছুদিন ঠিক ছিলেন। কিন্তু আজ ফের অসুস্থ হয়ে পড়েন রাজ্যপাল। সূত্রের খবর, তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর এমআরআই পরীক্ষা করা হতে পারে। রাজভবন সূত্রে জানান হয়েছে, তাঁর স্নায়বিক কিছু সমস্যা ধরা পড়েছে। সেই কারণেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন- কেমন আছেন অনুব্রত? খোঁজ নিতে SSKM-এ সিবিআই অফিসার
এর আগে ১ এপ্রিল মতুয়া মেলায় যাওয়ার জন্য বেরিয়ে মাঝপথেই অসুস্থ হয়ে পড়েন রাজ্যপাল জগদীপ ধনকড়। মাঝপথে আচমকা বমি করেন তিনি। একই সঙ্গে ছিল পেটের গোলমাল। তাই কোনও রকম ঝুঁকি না নিয়েই তাঁকে ফিরিয়ে আনা হয় রাজভবনে। চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন তিনি, শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। সেই সময় ফোন করে তাঁর শারীরিক অবস্থার খোঁজও নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আজ ফের অসুস্থ হয়ে পড়লেন তিনি।