কলকাতা: রাজ্যপাল সাংবিধানিক পদের অপব্যবহার করছেন বলে অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ রাজ্যপালের মন্তব্যের সমালোচনা করে বলেন, ‘সাংবিধানিক অধিকারের বাইরে গিয়ে কথা বলছেন রাজ্যপাল৷ সাংবিধানিক পদে বসে প্রধানমন্ত্রীর হয়ে কথা বলছেন৷ এটা কোনওভাবেই সমর্থনযোগ্য নয়৷’
বছরের প্রথমদিনই পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী৷ পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীদের ওপর রাজনৈতিক আক্রমণের নিন্দা করেন তিনি৷ প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ‘পশ্চিমবঙ্গে আমাদের দলকে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। গণতান্ত্রিক কর্মসূচির জন্য আমাদের আদালতে যেতে হচ্ছে৷’ প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, পশ্চিমবঙ্গে নৃশংসভাবে বিজেপি কর্মীদের মারা হচ্ছে৷ গণতন্ত্রে এসব মানায় না৷ এই ধরণের রাজনীতি ভারতের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য ক্ষতিকর৷ভারতীয় জনতা পার্টি ও সরকার এসব সহ্য করবে না৷ ভারতে হিংসার জায়গা নেই৷’ প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে কার্যত সিলমোহর দেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী৷