জনতার কাছে শান্তির আবেদন সরকারি কর্মচারী সংগঠনের

নাগরিকত্ব সংশোধনী আইন সংক্রান্ত ইস্যুতে দেশজুড়ে অশান্তির পরিবেশ মানুষের দৈনন্দিন সমস্যা গুলি থেকে দৃষ্টি ঘোরানোর চক্রান্ত। শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আবেদন নবপর্যায়ের। 

কলকাতা: নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতাকে কেন্দ্র করে দিল্লির হিংসা ও মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নিয়েছে রাজ্য। কলকাতা পুলিশের প্রতিটি থানাকে সতর্ক করা হয়েছে। প্রতিটি থানা থেকে নিয়ম মেনে এলাকায় টহলদারি চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। রাজ্যের মুখ্যমন্ত্রী শান্তি-সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

এবার জনস্বার্থে এই মর্মে একটি প্রেস বিবৃতিতে রাজ্যের সাধারণ মানুষের কাছে শান্তি বজায় রেখে আন্দোলন চালিয়ে যাওয়ার আবেদন জানিয়েছে সরকারি কর্মচারীদের সংগঠন 'নবপর্যায়'। আবেদন পত্রে উল্লেখ করা হয়েছে, যে এনআরসি, এনপিআর, সিএএ-র মত ইস্যুগুলি নিয়ে পক্ষে-বিপক্ষে রাজধানী দিল্লি সহ দেশের বহু জায়গায় সহিংসতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে যা মানুষের মধ্যে সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করছে।

একইসঙ্গে এই ধরণের অশান্তির মাধ্যমে সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যাগুলি থেকে দৃষ্টি ঘোরানো হচ্ছে। এমনকি এই পরিস্থিতি খেটে খাওয়া সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও জীবিকা সংক্রান্ত সমস্যাগুলি যেমন, বেতন হ্রাস, নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি, কর্মসংস্থানের অভাব প্রভৃতি মৌলিক দাবিগুলির জন্য লড়াইয়ের পথেও বাধা তৈরি করছে। ওই আবেদন পত্রে সরকারের কাছেও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য উদ্যোগ গ্রহণ করার আবেদন জানানো হয়েছে। যেখানে শান্তি ও সদ্ভাব বজায় রেখে, বিনা রক্তপাতে প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাওয়া সম্ভব হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *