হওড়া: স্বামীর অবৈধ কাজের প্রতিবাদ করায় স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের চেষ্টার অভিযোগে স্বামীকে গ্রেফতার করলো পুলিশ। ঘটনাটি হাওড়ার নিশ্চিন্দা থানা এলাকার। ওই এলাকারই বাসিন্দা পেশায় বন দপ্তরের কর্মী অনিমেষ রায়ের সঙ্গে ২০০৯ সালে বিয়ে হয় বেলঘড়িয়া রথতলার বাসিন্দা কেয়া রায়ের সঙ্গে ।
বিয়ের পর স্ত্রীকে মথুরায় নিজের কর্মস্থলে নিয়ে যায় অনিমেষ। সেখানে বাড়িতেই বন্ধুদের সঙ্গে স্ত্রীকে অশালীন আচরণ করতে বাধ্য করত অনিমেষ। বাধা দিলে জুটত মার। পরে অবশ্য অনিমেষ স্ত্রীকে নিয়ে হাওড়ায় চলে আসে । ও একইভাবে তাঁর উপর অত্যাচার করা হয়। তাঁদের একটি আট বছরের সন্তান ও রয়েছে।
বুধবার রাতে অনিমেষ কেয়ার বাপের বাড়িতে এসে জানায় যে, কেয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে চেয়েছে। সেই রাতেই কেয়ার বাপের বাড়ির লোকজন অনিমেষের বাড়ি গিয়ে দেখে, বাড়িতে কেউ নেই। তাঁর নাতি একা কাঁদছে সেখানে। তাকে জিজ্ঞাসা করে জানতে পারা যায়, অনিমেষ ও তার পরিবারের লোকজন কেয়াকে নিয়ে হাসপাতালে গিয়েছে। এরপরই অনিমেষ ও তার বাড়ির লোকজন সকলে মিলে কেয়াকে মারতে চেয়েছে বলে কেয়ার বাপের বাড়ির পক্ষ থেকে নিশ্চিন্দা থানায় অভিযোগ দায়ের করা হয়।