এবার ফ্রিতে রেশন পাবেন বাংলার ১০ কোটি জনতা, মিলবে কতটা? জানাল রাজ্য

এবার ফ্রিতে রেশন পাবেন বাংলার ১০ কোটি জনতা, মিলবে কতটা? জানাল রাজ্য

কলকাতা: মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো এবার রাজ্যের সমস্ত রেশন গ্রাহককে আগামী মে মাস থেকে বিনা পয়সায় মাথাপিছু ৫ কেজি করে চাল পাওয়া যাবে৷ আগামী সেপ্টেম্বর পর্যন্ত বিনা পয়সায় পাওয়া যাবে এই বিশেষ সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছে খাদ্য দপ্তর৷

জানা গিয়েছে, এনএফএসএ ও ১ নম্বর রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের গ্রাহকরা আগেই মাসে ২ কেজি চাল ও ৩ কেজি গম কিংবা আটা পেতেন দু’টাকা কেজি দরে৷ কিন্তু, করোনা পরিস্থিতির জেরে আগামী এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ওই দুই বিভাগের গ্রাহকরা বিনা পয়সায় খাদ্যশস্য পাবেন৷ ২ নম্বর রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের গ্রাহকরাও মে মাস থেকে বিনা পয়সায় ৫ কেজি করে চাল পাবেন৷ আগামী ৫ মাস রাজ্যের সমস্ত রেশন গ্রাহক বিনামূল্যে চাল পাবেন৷

এই মুহূর্তে রাজ্যে এনএফএসএ এবং এক নম্বর খাদ্য সুরক্ষা প্রকল্পে সুবিধা পান মোট প্রায় সাড়ে ৮ কোটি রেশন গ্রাহক৷ দুই নম্বর খাদ্য সুরক্ষা প্রকল্পের  ও কুপনধারী গ্ৰাহকের মিলিয়ে প্রায় দেড় কোটি৷ অর্থাৎ ১০ কোটি৷ সোমবার খাদ্য দপ্তরে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ৫ কেজির প্যাকেট করে চাল দেওয়ার ব্যবস্থা করা হবে৷ জুন থেকে প্যাকেট করে রেশন ডিলারের কাছে তা সরবরাহ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ প্যাকেট তৈরির জন্য ১০০ দিনের কাজের কর্মীদের লাগানো হবে বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =