সরকারি ট্যুরিস্ট লজ খুলে পর্যটন শিল্প চাঙ্গার চেষ্টা রাজ্য সরকারের

সরকারি ট্যুরিস্ট লজ খুলে পর্যটন শিল্প চাঙ্গার চেষ্টা রাজ্য সরকারের

8bae52e3b8e693e4fc55b8e9afd72649

কলকাতা:  ভারতের পাশাপাশি বাংলায় করোনা পরিস্থিতি মোটেই ভালো নয়।  রবিবারের বুলেটিনে রেকর্ড পরিমাণ  মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। কিন্তু ভারতে বা বাংলায় করোনা পরিস্থিতির পাশাপাশি অর্থনৈতিক পরিবেশ মোটেই ভালো নয়।  সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলার পর্যটন শিল্প। বাংলার পর্যটন শিল্পকে তুলে ধরতে সরকারি  ট্যুরিস্ট লজগুলিকে আবার চালু করার  সিদ্ধান্ত নিয়েছে।

 প্রাথমিকভাবে বাংলার বিভিন্ন পর্যটন কেন্দ্রের ১৩টি ট্যুরিস্ট লজ খোলা হচ্ছে। তবে করোনা আবহ থাকার জন্য বেশ কিছু বিধি নিষেধ থাকবে। থাকবে করোনার বিরুদ্ধে লড়াই করার সুরক্ষাবিধি। রাজ্য পর্যটন উন্নয়ন নিগম সূত্রে জানানো হয়েছে, সরকারি লজগুলোতে  অনলাইনে বুকিং করতে হবে। পর্যটকদের মধ্যে ছয় ফুট দুরত্ব বজায় রাখা ও মাস্ক পরা বাধ্যতা মূলক বলেও জানানো হয়েছে। নিয়মিতভাবে ঘর জীবাণুমুক্ত করা এবং সুরক্ষা বৃদ্ধির ব্যাপারে কর্মীদেরও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে  ডায়মন্ডহারবার, ঝাড়গ্রাম, ব্যারাকপুর, বকখালি, দিঘা, মেদিনীপুর, বিষ্ণুপুর, সুন্দরবন, মাইথন, বোলপুর ও কালিম্পংয়ের সরকারি ট্যুরিস্ট লজ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।  ইতিমধ্যে  অনলাইনে বুকিং শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

রাজ্যে প্রায় এক কোটি মানুষ পর্যটন শিল্পের সঙ্গে প্রত্যঙ্গ বা পরোক্ষভাবে যুক্ত রয়েছেন। সাড়ে তিনমাস লকডাউনের জেরে পর্যটন শিল্পে ব্যাপক ক্ষতি হয়েছে। বহু মানুষ কাজ হারিয়েছেন। বহু মানুষ নিঃস্ব হয়ে গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে ১৩টি জায়গায় সরকারি ট্যুরিস্ট লজ খুলে পর্যটকদের ধীরে ধীরে আকর্ষণ করার চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *