×

পাখির চোখ পঞ্চায়েত আর লোকসভা, কৃষিতে আয়কর ছাড়ের মেয়াদ দু’বছর বাড়াল রাজ্য সরকার

 
মমতা

কলকাতা: শিয়রেই পঞ্চায়েত ভোট৷ নির্বাচনকে পাখির চোখ করে ঘুঁটি সাজাচ্ছে সবকটি রাজনৈতিক দল৷ পঞ্চায়েত নির্বাচনের আগে কৃষকদের স্বার্থে বড় ঘোষণা করল রাজ্য সরকার। সোমবার বিধানসভায় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, আগামী দু’বছর রাজ্যের চাষীদের কোনও কৃষিজাত আয়কর দিতে হবে না৷ 

আরও পড়ুন- কেন্দ্রের চেয়ে রাজ্যে বেশি ছুটি দিই আমরা, মাথা কাটলেও কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া সম্ভব নয়, সাফ বললেন মমতা


গত ১৫ ফেব্রুয়ারি বিধানসভায় রাজ্য বাজেট পেশের সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন, নতুন করে কর না চাপিয়ে কৃষিতে আয়কর ছাড় বজায় রাখার বিষয়ে আলোচনা করবে রাজ্য সরকার৷ পাশাপাশি আগামী দু’টি অর্থবর্ষের জন্য কাঁচা চা পাতার উপরে বসা দু’ধরনের সেস (গ্রামীণ কর্মসংস্থান ও শিক্ষা) প্রত্যাহারের বিষয়টিও বিবেচনা করবে রাজ্য। 


সোমবার বিধানসভায় অর্থমন্ত্রী জানান, আগামী দু’বছরের জন্য কৃষিতে আয়কর ছাড় বজায় থাকবে। সরকারি সূত্রের খবর, চলতি মাসেই পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। এপ্রিল থেকেই ধাপে ধাপে শুরু হয়ে যাবে ভোটগ্রহণ পর্ব। তার আগে রাজনৈতিক সমীকরণ মিলিয়েই সরকার কর ছাড়ের কথা ঘোষণা করেছে বলেই রাজনীতির কারবারিদের অভিমত৷ 

তবে শুধু পঞ্চায়েত ভোট নয়, সরকারের লক্ষ্য যে লোকসভাও তা চন্দ্রিমার ঘোষণায় স্পষ্ট৷ কারণ, আগামী বছরই লোকসভা ভোট৷ সেই সময়ও কৃষকেরা কর ছাড়ের সুবিধা পাবেন। 

From around the web

Education

Headlines