মাঝ পথেই গায়ের সরকারি প্রকল্পের টাকা! জেলা শাসককে তদন্তের নির্দেশ হাইকোর্টের

মাঝ পথেই গায়ের সরকারি প্রকল্পের টাকা! জেলা শাসককে তদন্তের নির্দেশ হাইকোর্টের

কলকাতা:  আমদের রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে নানা প্রকল্প চালু রয়েছে৷ সরকারি ভাতা পান বহু মানুষ৷ ঠিক সেই ভাবেই সংখ্যালঘু কিংবা প্রতিবন্ধী খাতে সরকারি প্রকল্পের ভাতাও পাঠানো হচ্ছে যথা সময়ে৷ কিন্তু তা প্রাপকদের হাতে পৌঁছচ্ছে না। মাঝ পথেই গায়ের হয়ে যাচ্ছে সরকারি প্রকল্পের টাকা৷ কিন্তু কোথায় যাচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য বরাদ্দ? 

আরও পড়ুন- রাজনৈতিক প্রতিহিংসা? বড় সুযোগ পেয়েই ফুল-বদল গর্বিত বাবুলের!

অভিযোগ ভুয়ো আইডি তৈরি করে সেই টাকা গায়েব করছে একটি অসাধু চক্র। যার হদিশ পাওয়া গিয়েছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানা এলাকায়। জানা গিয়েছে, ৯ জনের একটি চক্র ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে সরকারি প্রকল্পের সেই টাকা আত্মসাৎ করছিল। যারা কোনও ভাবেই ওই ভাতা পাওয়ার যোগ্য নয়। এই বিষয়ে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। মামলাকারীর দাবি শুধু একটি জেলা নয়, এই চক্র ছড়িয়ে রয়েছে আরও অনেক জেলাতে৷ যার জেরে প্রকৃত ব্যক্তিরা প্রকল্পগুলির সুযোগ-সুবিধা পাচ্ছেন৷ বঞ্চিত হতে হচ্ছে তাঁদের। এই বিষয়ে যথাযথ তদন্তে করে সেই রিপোর্ট আদালতে জমা দেওয়ার জন্য উত্তর দিনাজপুরের জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে৷ তিনি তদন্ত রিপোর্ট জমা দেবেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − two =