তৃণমূলের মঞ্চে দাঁড়িয়ে ‘খেলা হবে’ স্লোগান শিক্ষা-কর্তার মুখে! তুঙ্গে বিতর্ক

তৃণমূলের মঞ্চে দাঁড়িয়ে ‘খেলা হবে’ স্লোগান শিক্ষা-কর্তার মুখে! তুঙ্গে বিতর্ক

 

নিজস্ব সংবাদদাতা, বীরভূম: ‘খেলা হবে, খেলা হবে!’ অনুব্রত মণ্ডলের এই স্লোগান এখন হিট! তৃণমূলের প্রতি সভাতেই প্রায় শোনা যাচ্ছে এই স্লোগান৷ পাড়ায় পাড়ায় বক্স বাজিয়েও এই স্লোগান দেওয়া হচ্ছে৷ তবে এবার তৃণমূলের সভায় দাঁড়িয়ে এহেন স্লোগান দিতে শোনা গেল প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে৷ রাজনৈতিক মঞ্চে সরকারি আধিকারিকের মুখে তৃণমূলের এই স্লোগান কেন? বিতর্ক তুঙ্গে৷

রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে ‘খেলা হবে’ স্লোগান দিতে দেখা ও শোনা গেল বীরভূম জেলা প্রাথমিক স্কুল কাউন্সিলের সভাপতি প্রলয় নায়েককে৷ যা নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে৷ সরকারি পদে থেকে অনুব্রত মণ্ডলের সভায় রাজনৈতিক স্লোগান কীভাবে দিতে পারেন প্রলয়বাবু, প্রশ্ন তুলল বিজেপি৷ প্রসঙ্গত, এর আগেও রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলকে প্রণাম করতে দেখা গিয়েছিল প্রলয়বাবুকে৷ যা নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল৷ এবার তাঁকেই স্লোগান দিতে দেখা গেল৷

এ নিয়ে বিতর্ক শুরু হতেই প্রলয়বাবু একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমে জানিয়েছেন, আমি ব্যক্তিগত ভাবে একটা দল করি৷ তৃণমূল কর্মী হিসাবে গুরু অনুব্রতর মঞ্চে আমি খেলা হবে স্লোগান দিয়েছি৷  খেলা হবে নিয়ে অনেকে অনেক কিছু বলছে৷ আগের বছর থেকে আমরা খেলা শুরু করে দিয়েছি৷ যেখানে যে আঞ্চলিক খেলা হয়, সেখানে খেলা হবে৷

কিন্তু তিনি একথা বললেও প্রশ্ন উঠছে অনেক৷ প্রশ্ন উঠছে, সরকারি পদে থেকে কেন রাজনৈতিক মঞ্চে গেলেন তিনি? প্রশ্ন উঠছে, একজন সরকারি পদে থেকে এহেন মন্তব্য করা কী তাঁকে আদেও মানায়? সমাজ গড়ার কারিগর হয়ে তিনি এহেন কথা বললে ভবিষ্যত প্রজন্ম কী শিখবে তাঁর কাছ থেকে? প্রশ্ন থেকেই যাচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − two =