সরকারি দপ্তরে ‘ছাদনাতলা’! গাঁটছড়া বাঁধলেন এসডিও, পিছনে উঁকি জাতীয় পতাকার

সরকারি দপ্তরে ‘ছাদনাতলা’! গাঁটছড়া বাঁধলেন এসডিও, পিছনে উঁকি জাতীয় পতাকার

হাওড়া: ভালোবাসার দিনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পরস্পরের পাশে থাকার অঙ্গীকার করলেন উলুবেড়িয়ার এসডিও ও পাটনার ডিএসপি৷ উলুবেড়িয়ার মহকুমা শাসক তুষার সিংলা ঠিক করেছিলেন, ভালোবাসার দিন গোপনে বিয়ে সারবেন৷ সঙ্গে থাকবেন কয়েকজন আধিকারিক৷ তেমনই ছিল পরিকল্পনা৷ সেই অনুযায়ী উলুবেড়িয়ার মহাকুমা শাসকের বাংলোতে ব্যবস্থা করা হয়৷ কিন্তু যা পরিকল্পনা, তা আর হল কোথায়? মহকুমা শাসকের বিয়ের খবর পেয়ে হাজির সংবাদমাধ্যম৷ হাজির পরিচিত মহলও৷ দোতলায় নিজের ছোট্ট কোয়ার্টার্সে স্থান সঙ্কুলান না হওয়ায়, একতলায় নিজের দপ্তর খুলে বসতে দিতে হয় সবাইকে৷ সেখানেই ম্যারেজ রেজিস্ট্রারের উপস্থিতিতে বিয়ে সারলেন তুষার ও নভোজিৎ।

পদমর্যাদায় আইএএস অফিসার উলুবেড়িয়ার মহকুমা শাসক তুষার সিংলা। তাঁর স্ত্রী আইপিএস অফিসার। খুব সম্প্রতি তিনি অ্যাডিশনাল এসপির দায়িত্বভার নিয়েছেন বলে জানা গিয়েছে।উলুবেড়িয়ার মহকুমাশাসক তুষারের বাড়ি পঞ্জাবের বার্নালায়। নভোজিৎ পঞ্জাবেরই গুরুদাসপুরের বাসিন্দা।

২০১৫ ব্যাচের আইএএস তুষার। পশ্চিমবঙ্গ ক্যাডারের। নভোজিৎ ২০১৮ ব্যাচের আইপিএস। বিহার ক্যাডারের। আগে দন্তরোগ বিশেষজ্ঞ ছিলেন নভোজিৎ। পরে পেশা বদল। কাজের সূত্রেই কাছাকাছি আসা। উলুবেড়িয়ার মহকুমাশাসক বললেন, “আমরা দুজনে  পঞ্জাবের বাসিন্দা। কাজের সূত্রে বছর খানেক আগে আমাদের পরিচয় হয়েছিল। সেই থেকে ঘনিষ্ঠতা। জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্তও তারপর৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =