কলকাতা: ১০০ পেরল বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা৷ চৈত্রসংক্রান্তির রাতে বুলেটিন প্রকাশ করে এমন তথ্য জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর৷ আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি মৃতের সংখ্যাও ৫ থেকে বেড়েছে ৭ জন মৃত্যু হয়েছে বলে মেডিক্যালল বুলেটিনে প্রকাশ করা হয়েছে৷
আজ রাতে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে রাজ্যের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত গৃহবন্দি রয়েছেন ৩৯১৭৮ জন৷ সম্পূর্ণ নজরদারিতে রয়েছেন ১৭২৯৪ জন৷ হাসপাতলে আইসোলেশনে ছিলেন ২২৭০ জন৷ আইসোলেশন থেকে মুক্তি পেয়েছেন ১৮৪৮ জন৷ এখনও পর্যন্ত বিভিন্ন হাসপাতাল আইসোলেশনে রয়েছেন ৪২২ জন৷ এখনও পর্যন্ত মোট ২৭৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তারমধ্যে ১১০ জনের নমুনা এখনও পজিটিভ রয়েছে বলে মেডিক্যাল বুলেটিনে প্রকাশ করা হয়েছে৷ ইতিমধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে মেডিক্যাল বুলেটিনে৷
তবে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, রাজ্যে ১৫২ জন করোনা আক্রান্ত হয়েছে৷ সুস্থ হয়ে উঠেছেন ২৯ জন৷ মৃত্যুর সংখ্যা ৭ জন৷ গোটা দেশে ৮০৪৮ জন করোনা আক্রান্ত বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক৷ সুস্থ হয়েছেন ৯৭৯ জন৷ মৃত্যু হয়েছে ৩২৪ জন৷