কলকাতা: করোনা পরিস্থিতি মোকাবিলায় ফের কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সরকারি কর্মচারী থেকে শুরু করে পরিযায়ী শ্রমিকদের জন্য এবার বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী৷ করোনা পরিস্থিতির জেরে সরকারি কর্মচারীরা প্রয়োজনে এক মাসের অগ্রিম বেতন তুলতে পারবেন বলেও জানিয়েছেন তিনি৷ একইসঙ্গে পরিযায়ী শ্রমিকরা যাতে অনাহারে না থাকেন তা নিশ্চিত করতে, রেশন কার্ড না থাকলেও পরিষেবা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ একইসঙ্গে করোনা আতঙ্কে রক্ত সংকট মেটাতে পুলিশকে দিয়ে রক্তদান করানোর নির্দেশ দিয়েছেন তিনি৷
রেশন কার্ড না থাকলেও এখন থেকে মিলবে রেশন৷ রেশনের জন্য অস্থায়ী কার্ডের ব্যবস্থা করছে রাজ্য সরকার৷ রাজ্য পরিযায়ী শ্রমিকদের জন্য কমিউনিটি কিচেনে তৈরি করার ব্যবস্থা করা হচ্ছে৷ রাজ্য সরকার আরও ২০ লক্ষ মানুষকে ৫ কেজি অতিরিক্ত চাল দেবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷বেলা ১২টা থেকে বিকেল চারটা পর্যন্ত মিষ্টির দোকান খোলা রাখার নির্দেশ দিয়েছেন তিনি৷ শিশুদের দুধ সরবরাহ যাতে কোনরকম ব্যাঘাত না ঘটে ও বাজারঘাট যেমন চলছে তেমন চলবে বলে জানিয়েছেন জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
আগামীকাল থেকে শুরু হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম রক্তদান শিবির৷ জেলায় জেলায় পুলিশকে রক্তদান শিবিরের আয়োজন করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তবে কোনও রাজনৈতিক দল এই শিবির করতে পারবেন না বলে জানিয়েছেন৷
আজ নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানে আধিকারিকদের তিনি সাফ জানিয়ে দেন, ভিন রাজ্য থেকে আসা বাংলা শ্রমিকদের যদি রেশন কার্ড না থাকে তাঁদের জন্য বিকল্প কার্ডের ব্যবস্থা করতে হবে৷ তারাও খাবার পাবেন৷ ২০ লক্ষ মানুষকে অতিরিক্ত ৫ কিলো করে চাল দেওয়ার ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী৷ রক্ত সংকট মেটাতে আগামীকাল থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুলিশের তরফে রক্তদান শিবির শুরু হবে৷ জেলায় জেলায় পুলিশের তরফ চলবে এই শিবির৷ প্রতিদিন ৫০ জন করে পুলিশকর্মী রক্তদান করবেন৷
পরিযায়ী শ্রমিকদের জন্য জেলায় জেলায় গণহারে ব্যবস্থা করার নির্দেশও দিয়েছেন তিনি৷ চলতি সপ্তাহ থেকেই এই পরিষেবা দেওয়া হবে৷ এছাড়া সরকারি কর্মচারীদের জন্য বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ জানিয়েছেন যাঁরা অতিরিক্ত এক মাসের বেতন চাইবেন, এক মাসের অগ্রিম বেতন তাদের মিটিয়ে দেওয়া হবে৷ মাসপয়লা বেতন মিলবে৷ এই মর্মে অর্থ দপ্তরকে নির্দেশ দিয়েছেন মমতা৷ করোনা মোকাবিলায় কাজ করতে চাইলে, দৈনিক মজুরির ভিত্তিতে নিয়োগ করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ লকডাউন চলাকালিন যাঁরা ভলান্টিয়ার হিসাবে কাজ করতে চান তাঁরা, সংশ্লিষ্ট 03323412600 এই নম্বরে যোগাযোগ করতে পারেন৷