কলকাতা: ভোটের আগে রাজ্যের সব স্তরের মানুষদের প্রতি সহৃদ হতে দেখা গেছে রাজ্য সরকারকে। এবার পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ সহ অন্যান্য সরকারি কর্মচারীদের প্রতি ‘কল্পতরু’ হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার একটি সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকার পুলিশ সহ সরকারি কর্মচারীদের আবাসন নির্মাণের কথা ঘোষণা করা হল রাজ্য সরকারের আবাসন দফতরের তরফে। এদিন এই সাংবাদিক বৈঠকে ঘোষণা করা হয়, রাজ্য সরকারি কর্মচারীদের আবাসন নির্মাণের জন্য নিউটাউনে জমি বরাদ্দ করেছে।
এদিন বৈঠকে রাজ্য হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন হিডকো নিউটাউন অ্যাকশন এরিয়ার এক দুই এবং তিন নম্বর প্লটে রাজ্য সরকারি উচ্চ ও মধ্য আয়ের কর্মীদের আবাসন নির্মাণের জন্য ৪০০ টি জমির প্লট বরাদ্দ করার কথা জানিয়েছে। এদিনের বৈঠকে আবাসন দফতরের তরফে জানানো হয়েছে, ওই সব প্লট ৯৯ বছরের চুক্তিতে সরকারি কর্মীদের সমবায় আবাসন গড়ার জন্য লিজ দেওয়া হবে।
রাজ্য আবাসন দফতরের এই প্রস্তাব রাজ্য মন্ত্রিসভার শিল্প, পরিকাঠামো সংক্রান্ত স্থায়ী কমিটির আগামী বৈঠকে পেশ করা হবে বলে ঘোষণা করা হয় শুক্রবারের এই বৈঠকে। পাশাপাশি এদিন এই বৈঠকে ঘোষণা করা হয়, উল্লিখিত প্রস্তাব পেশ হওয়ার পরই এই আবাসন গড়ার প্রক্রিয়া শুরু করা হবে এবং তা শেষ করা হবে খুব দ্রুততার সঙ্গে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি পুলিশ সহ সরকারি কর্মীদের জন্য আবাসন সহ নানা সুযোগ সুবিধা ঘোষণা করেন। তারপরেই হিডকো নিউটাউনে সরকারি কর্মীদের জন্য জমি দেওয়ার কথা ঘোষণা করা হল আবাসন দফতরের তরফে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে অনেকেই ‘ভোটের রাজনীতি’ বলে কটাক্ষ করলেও এই ঘোষণা ক্ষুব্ধ সরকারি কর্মচারীদের মনে ধনাত্মক চিন্তার বিকাশ ঘটাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷ যা আগামী বিধানসভা নির্বাচনেও প্রভাব ফেলতে পারে বলেও মনে করছেন তারা।