ভাঙড়: একটানা বৃষ্টিতে পন্ড হল দুয়ারে সরকারের ক্যাম্প। খোলা মাঠে ক্যাম্প হওয়ায় জল কাদায় নাজেহাল হন সাধারণ মানুষ। কয়েকজন গৃহবধূ কাদায় পিছলে পড়ে অল্প বিস্তর আহত হন। বৃহস্পতিবার এমন ছবি দেখা গেল ভাঙড়ের খন্যের পোল খেলার মাঠে।
এদিন শানপুকুর অঞ্চলের দুয়ারে সরকারের ক্যাম্প করা হয়েছিল খন্যেরপোল শিশু শিক্ষা কেন্দ্র লাগোয়া খন্যেরপোল ফুটবল ময়দানে। পরিষেবা নিতে ভোর থেকেই সেখানে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ। কিন্তু সকাল সাড়ে এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত একটানা বৃষ্টি হয়। ফলে সমস্যায় পড়েন পরিষেবা নিতে আসা সাধারণ মানুষ। রেহেনা বিবি নামে এক বধূ বলেন, ‘বর্ষায় অন্যন্য জায়গায় স্কুলগুলিতে ক্যাম্প হচ্ছে। এখানে কেন খোলা মাঠে ছাউনি ছাড়া ক্যাম্প হল বুঝতে পারছি না।’’
শানপুকুর পঞ্চায়েতের প্রধান তানিয়া বিবি বলেন, ‘‘এই এলাকায় কোন সরকারি হাইস্কুল না থাকায় এবং ভৌগলিক ভাবে এই জায়গাটার যোগাযোগ ব্যবস্থা ভাল হওয়ায় এখানে ক্যাম্প করা হয়েছিল। বৃষ্টিতে মানুষের অসুবিধা হলেও ক্যাম্প বন্ধ করা হয়নি।’’ প্রসঙ্গত, গত ক’দিন ধরেই দুয়ারে সরকারের ক্যাম্পকে কেন্দ্র করে চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা গিয়েছে রাজ্যের জেলায় জেলায়৷ প্রবল ভিডে ঠ্যালাঠালিতে জখম হয়েছেন অনেকে৷ তবে টানা বৃষ্টি এবং তার জেরে কাদায় পিছলে পড়ার ঘঠনা এই প্রথম৷ যা নিয়ে ফের প্রশাসনিক অব্যবস্থার অভিযোগেই সরব হয়েছেন বাসিন্দারা৷