একসঙ্গে খুলবে-বন্ধ হবে ভ্যাকসিনের ওয়াকিং কুলার, কড়া নিরাপত্তায় মুড়ল রাজ্য

একসঙ্গে খুলবে-বন্ধ হবে ভ্যাকসিনের ওয়াকিং কুলার, কড়া নিরাপত্তায় মুড়ল রাজ্য

 

কলকাতা: দমদম বিমানবন্দর থেকে কোভিশিল্ড এনে মজুত করা হয়েছে বাগবাজারের নির্দিষ্ট কেন্দ্রে। এখান থেকে ভ্যাকসিনের অ্যাম্পুল পৌঁছে দেওয়া হবে রাজ্যের বিভিন্ন প্রান্তে। তাই কোভিড ভ্যাকসিন সংরক্ষনের জন্যে ওয়াকিং কুলারগুলিকে নিরাপত্তায় মুড়ে ফেলেছে রাজ্য সরকার৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, রাজ্যে ভ্যাকসিন সংরক্ষণের জন্য ৩৪টি ওয়াকিং কুলার রয়েছে৷ কেন্দ্রের কাছ থেকে পাওয়া গিয়ছে আরও ১৯টি কুলার৷ কীরকম নিরাপত্তা ব্যবস্থা থাকছে এই কুলার ঘিরে? 

ওয়াকিং কুলার ঘিরে রাখছে পুলিশ। রাজ্যের সবকটি ওয়াকিং কুলার খুলবে একসঙ্গে বন্ধও হবে একসঙ্গে। এর জন্য চাই ডিজিটাল পাসওয়ার্ড। যা সরাসরি স্বাস্থ্যভবন থেকে ইনপুট করা হবে। তবে মুষ্টিমেয় কয়েকজন স্বাস্থ্যকর্তা সেই পাসওয়ার্ড জানবেন। একসঙ্গে চারজন কুলার স্টেশনে ঢুকতে পারবেন। তাও কয়েক মিনিটের জন্য। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ মিটিয়ে বেরিয়ে আসতে হবে। নয়তো বন্ধ হয়ে যাবে কুলার স্টেশনটি৷ যার ফলে ভিতরেই আটকে থাকতে হবে তাঁদের।

এছাড়াও কুলার স্টেশনের ভিতরে ও বাইরে থাকছে সিসিটিভি। সেই ফুটেজে সরাসরি স্বাস্থ্যভবন থেকে নজরদারি চলবে। ক’টি অ্যাম্পুল বের হল, তার পুঙ্খানুপুঙ্খ হিসেব স্বাস্থ্যভবনকে দেবে জেলাগুলি। ডিজিটাল অ্যাপের মাধ্যমে সেই তথ্য চলে যাবে আইসিএমআর-এর কাছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *