কলকাতা: গোটা দেশজুড়ে আজ পালিত হচ্ছে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী। একই সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীও পালন করা হচ্ছে। সেই উপলক্ষ্যে আজ রাজঘাটে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ রাষ্ট্রপতি এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বরা। মহাত্মা গান্ধীর জন্মদিনে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন পশ্চিমবঙ্গের রাজপাল জগদীপ ধনকড়ও। কিন্তু গান্ধীজিকে শ্রদ্ধা জানাতে গিয়েও রাজ্য সরকারকে আক্রমণ করেছেন তিনি। অহিংসার কথা বলে সরাসরি নিশানা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
এদিন রাজ্যপাল টুইট করে বলেন, গান্ধী জয়ন্তীতে তিনি দেশের বাপুকে সম্মান জানাচ্ছেন। তাঁর আদর্শ এবং নীতি এখনও গোটা বিশ্বের মানুষকে অনুপ্রেরণা জোগায়। শান্তি এবং অহিংসার পাঠ এখনও সকলের কাছে শিক্ষণীয়। এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে তিনি লিখেছেন, গণতন্ত্র রক্ষায় এবং মানবতার খাতিরে হিংসা বন্ধ হওয়া জরুরি। অর্থাৎ, গান্ধী জয়ন্তীর দিনেও রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগতে ছাড়লেন না পশ্চিমবঙ্গের রাজপাল জগদীপ ধনকড়। আসলে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর বিজেপি তৃণমূল সরকারের বিরুদ্ধে হিংসার অভিযোগ তুলেছে। দাবি করা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার হিংসা হচ্ছে। সেই নিয়ে রাজ্যপালের সঙ্গে একাধিক বৈঠকও করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আবার দিল্লি থেকে শুরু করে উত্তরবঙ্গ সফরে যান রাজ্যপাল নিজে।
Befitting tribute to Bapu on #GandhiJayanti2021 -Resolve to practise and propagate his noble principles of peace and non-violence that are globally relevant.
To blossom democracy and human dignity there is need @MamataOfficial to contain all pervasive fear and violence.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) October 2, 2021
মাঝে ভীষণ বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি তুলেছিল বিজেপি। অন্যদিকে, উত্তরবঙ্গ ভাগ করার দাবিও ওঠে। সেই সময় আবারও তীব্র সংঘাতে জড়ান মমতা বন্দ্যোপাধ্যায় এবং জগদীপ ধনকড়। একে অপরকে বারংবার নিশানা করেন তারা। যদিও পরবর্তী ক্ষেত্রে সেই ইস্যু আর এগোয়নি। তবে এখন আবার রাজ্যের হিংসা নিয়ে রাজ্যপালের এই টুইট পুনরায় সংঘাতের জল্পনা বাড়িয়ে দিল।