ডাবগ্রাম: রাজ্যের বিধানসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট শুরু হওয়ার পর সেই চিরাচরিত অশান্তির ছবি ধরা পড়ছে রাজ্যের বিভিন্ন জায়গায়। বাদ নেই উত্তরবঙ্গ। এদিন সেখানে আবার বুথের ৫০ থেকে ২০০ মিটারের মধ্যে ভোটার স্লিপ থেকে শুরু করে টোকেন বিলি করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। যে বিষয়টি হাতেনাতে ধরেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব।
জানা গিয়েছে, বুধের ৫০ মিটারের মধ্যে বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়ের সমর্থনে ভোটার স্লিপ বিলি করা হচ্ছিল। একজন দম্পতি এবং তার ছেলে, তিনজন মিলে এই কাজ করছিলেন বুথের বাইরে। অবশেষে তাদের গ্রেফতার করে পুলিশ। সকাল থেকেই তৃনমূল কংগ্রেসের কর্মী এবং সর্মথকরা এই অভিযোগ জানিয়ে আসছিল যে বেআইনিভাবে বুথের বাইরে সরকারি স্লিপ বিলি করছে বিজেপি। পরবর্তী ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দেব তাদেরকে হাতেনাতে ধরে এবং শেষমেষ পুলিশ তাদের গ্রেফতার করে নিয়ে যায়। যদিও এই বিক্ষিপ্ত ঘটনা ছাড়া গোটা অঞ্চলেই আপাতত শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে বলে জানা গিয়েছে।