কলকাতা: দীর্ঘদিনের রাজনৈতিক জীবন তাঁর তৃণমূল ক্ষমতায় আসার পর দু’বার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রী থেকেছেন তিনি৷ এখন তিনি শিলিগুড়ির মেয়র৷ কিন্তু, এই প্রথমবার ২১ জুলাইয়ের সভায় উপস্থিত থাকতে পারলেন না গৌতম দেব৷ না কোনও রাজনৈতিক কারণ নয়, বরং শরীর সঙ্গ দেয়নি তাঁর৷ সম্প্রতি একটি বড় অস্ত্রোপচার হয়েছে গৌতমের। চিকিৎসকে নির্দেশে আপাতত তাই বাড়িতেই বিশ্রামে থাকতে হচ্ছে তাঁকে। তাই ২১ জুলাইয়ের সভাতেও কলকাতা যেতে পারছেন না গৌতম দেব।
আরও পড়ুন- কলকাতায় মানেকা-বরুণ! ২১-র মঞ্চে কি যোগদান, তীব্র জল্পনা
এর জন্য অবশ্য আক্ষেপের অন্ত নেই তাঁর। তবে সশীরের হাজির থাকতে না পারলেও ভার্চুয়ালি তিনি উপস্থিত থাকবেন গোড়া থেকে। কলকাতায় যেতে না পারলেও বাড়িতে বসেই টিভি-র পর্দায় নজর রাখবেন বলে জানিয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>