কলকাতা: আইএসএফের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতে হিংসা ছড়ানোর অভিযোগে গ্রেফতার হয়েছিলেন নওশাদ-সহ আইএসএফের বহু কর্মী-সমর্থক। কলকাতা হাইকোর্ট তাঁদের বৃহস্পতিবার জামিন দিয়েছিল। কিন্তু শুক্রবারও জেলে থাকতে হয়েছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। গ্রেফতারির ৪০ দিনের মাথায় জামিন মিললেও জেলমুক্তি হয়নি। কিন্তু কেন এমন হল? এই বিষয়ে জানিয়েছে প্রেসিডেন্সি সংশোধনাগার কর্তৃপক্ষ।
আরও পড়ুন- চিনের গবেষণাগার থেকেই করোনার ঢেউ! দাবি এই গোয়েন্দা সংস্থার
জানা গিয়েছে, আদালত থেকে কোনও কারণে জামিনে মুক্তি দেওয়ার বৈধ কাগজপত্র জেলে এসে পৌঁছয়নি। আর সেই কারণেই এই সমস্যা। প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপার জানিয়েছেন, আইনি জটিলতার কারণেই হয়তো এই কাগজ পাননি তারা। তাই ছাড়া যায়নি তাঁদের। অনুমান করা হচ্ছে, সব ঠিক হলে আজ অর্থাৎ শনিবার বেলার মধ্যেই ছাড়া পাবেন নওশাদরা। ধর্মতলায় হিংসা ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা করা নওশাদ সিদ্দিকীকে। এছাড়াও ৮৮ জনকে একসঙ্গে গ্রেফতার করা হয়েছিল। এতজনকে গ্রেফতার করা হয়েছে জেনে বিস্ময় প্রকাশ করেছিল কলকাতা হাইকোর্টও।
” style=”border: 0px; overflow: hidden”” title=”ত্রিপুরা থেকে শূন্য হাতে ফিরল তৃণমূল কংগ্রেস! TMC gets no seat in Tripura Assembly elections” width=”560″>
গত বুধবার এই মামলার শুনানিতে হাইকোর্ট রাজ্যের আইনজীবীর কাছে জানতে চায়, সকলে যে গন্ডগোলের সঙ্গে যুক্ত, তা জানা গেল কী ভাবে। পাশাপাশি বুধবার শুনানি চলাকালীন এজলাসে বসেই ল্যাপটপে সিদ্দিকীর ভাষণের ভিডিও দেখেন বিচারপতি। জানতে চাওয়া হয়, নওশাদ পুলিশকে মারতে বলছে সেই প্রমাণ কোথায়? কার্যত গতকালই আভাস মিলেছিল যে শীঘ্রই জামিন পেতে পারেন নওশাদরা। বৃহস্পতিবার সেই প্রতীক্ষিত জামিন মিলেছে।