গেরস্থের গোয়ালে বাঘের হানা, আতঙ্কে কাঁপছে গোসাবা

গেরস্থের গোয়ালে বাঘের হানা, আতঙ্কে কাঁপছে গোসাবা

গোসাবা:  আবার বাঘের আতঙ্কে কাঁপছে সুন্দরবনের গোসাবা৷ সোমবার গভীর রাতে গোসাবার বালির এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মথুরা খন্ডের এলাকায় হানা দেয় রয়্যাল বেঙ্গল টাইগার৷

মঙ্গলবার সকালে গ্রামের নদীর পাড় এলাকায় বাঘের পায়ের ছাপ দেখেন গ্রামবাসীরা। এরপর আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এমনকি লোকালয়ে এক গৃহস্থের বাড়ি থেকে উদ্ধার হয় ক্ষতবিক্ষত তিনটি ছাগলের মৃতদেহ। ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বনকর্মীরা। বাঘের পায়ের ছাপ থেকে গ্রামবাসীরা মনে করছেন গোসাবার পিরখালি জঙ্গল থেকে বাঘ বিদ্যাধরী নদী সাঁতরে মথুরাখন্ড গ্রামের ঢুকেছে। আতঙ্কে প্রহর গুনছে গ্রামবাসীরা।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছেছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের বিদ্যাধরী রেঞ্জের বনকর্মীরা ও স্থানীয় বিধায়ক সুব্রত মণ্ডল। বনকর্মীরা গোটা এলাকা তল্লাশি অভিযান চালাচ্ছে। জানা গিয়েছে,  স্থানীয় সূত্রের খবর, সোমবার গভীর রাতে জঙ্গল থেকে আসা ‘অতিথি’ গেরস্থের গোয়ালঘর থেকে তুলে নিয়ে গিয়েছে তিনটি ছাগল ও একটি গরু৷ ঘটনার জেরে আতঙ্কিত বাসিন্দারা বলছেন, শান্তিতে ঘরেও থাকতে পারব না৷ এ তো দেখছি, নিজের ঘরও সুরক্ষিত নয়৷ জঙ্গল ছেড়ে একেবারে ঘরে হানা দিচ্ছে!

গ্রামে বাঘ ঢুকেছে খবর পেয়ে রাতেই বাঘের খোঁজে তল্লাশি অভিযানে নামেন বনকর্তারা৷ বাঘের দেখা না মিললেও জঙ্গলে তাঁর উপস্থিতির একাধিক প্রমাণ মিলেছে৷ ফলে ফের বাঘ ধরতে সংশ্লিষ্ট এলাকার জঙ্গলটিকে এদিন ভোর থেকে ফের জাল দিয়ে ঘেরার কাজ শুরু হয়েছে৷ বনকর্তারা জানিয়েছেন, শীঘ্রই বাঘটি ধরা হবে৷ শুরু হয়ে গিয়েছে বাঘ ধরার প্রস্তুতিও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 19 =