বাঁকুড়া: করমণ্ডল ট্রেন দুর্ঘটনার স্মৃতি এখনও তাজা দেশবাসীর মনে। সেই ঘটনায় কয়েক সপ্তাহের মধ্যে আবার বড়সড় রেল দুর্ঘটনা ঘটে গিয়েছে। এবার বাংলার বাঁকুড়ার ওন্দা স্টেশনের কাছে। জানা গিয়েছে, লুপ লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়িকে পিছন দিক থেকে এসে সজোরে ধাক্কা মারে অন্য একটি মালগাড়ি। এতে ১৩টি বগি লাইনচ্যুত হয়। তবে এই ঘটনায় কেউ তেমন আহত হননি বলে জানা গিয়েছে।
কিন্তু কী ভাবে ঘটে গেল এমন এক দুর্ঘটনা? দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ভোরের দিকে মাঝেমাঝে ঘুম এসে যায় চালকদের। এক্ষেত্রেও তাই হয়েছে বলে ধারনা। দুর্ঘটনার কিছু মুহূর্ত আগে ঘুমিয়ে পড়েছিলেন চালক। সিগন্যাল লাল ছিল কিন্তু ঘুমিয়ে পড়ার জন্য তিনি দেখতে পাননি। এই ভুলের জন্যই এত বড় দুর্ঘটনা। স্বস্তির বিষয় যে কেউ আহত হননি, কিন্তু অন্য যাত্রীবাহী ট্রেন হলে আরও একটি করমণ্ডলের মতো ঘটনা ঘটে যেতেই পারত। উল্লেখ্য, এক্ষেত্রেও দাঁড়িয়ে থাকা মালগাড়িকে ধাক্কা মেরে অন্য মালগাড়িটির ইঞ্জিন অপরটির ওপরে উঠে গিয়েছে।
রেল সূত্রে খবর, ওন্দা স্টেশনের লুপ লাইনে বিষ্ণুপুরের দিকে মুখ করে দাঁড়িয়ে ছিল একটি মালগাড়ি। আর বাঁকুড়া থেকে বিষ্ণুপুরের দিকে যাওয়া অন্য একটি মালগাড়ি সেই লাইনে ঢুকে পড়ে। সম্ভবত মালগাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন। তাই সিগন্যাল দেখতে পাননি তিনি। আর মালগাড়ির লোকো পাইলটদের স্থানীয়রাই উদ্ধার করেছেন। এই দুর্ঘটনার কারণে কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে ইতিমধ্যে।