অস্থায়ী কর্মীদের জন্য সুখবর! উৎসব ভাতা ঘোষণা

অস্থায়ী কর্মীদের জন্য সুখবর! উৎসব ভাতা ঘোষণা

 

কলকাতা: অস্থায়ী কর্মীদের শারদ উৎসব ভাতা ঘোষণা করল কলকাতা পুরসভা৷ বিভিন্ন দফতরে বিভিন্ন কর্মরক অস্থায়ী কর্মীদের ৩ হাজার টাকা ও বেসরকারি ঠিকাদার সংস্থার অধীন নিযুক্ত অস্থায়ী কর্মীদের ১৫০০ টাকা উৎসব ভাতা দেওয়ার ঘোষণা করা হয়েছে৷

বিশেষ পুর-কমিশনারের তরফে দুটি নির্দেশিকা জারি করা অস্থায়ী কর্মীদের উৎসব ভাতা দেওয়ার বিষয়ে জানানো হয়েছে৷ সেখানে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, শারদোৎসব উপলক্ষ্যে বিভিন্ন বেসরকারি সংস্থার মারফত যুক্ত অস্থায়ী কর্মরত পুরকর্মীদের দেড় হাজার টাকা উৎসব ভাতা দেওয়া হবে৷ পুরসভার সরাসরি চুক্তিভিত্তিক কর্মী ও শহুরে রোজগার যোজনা প্রকল্পের আওতায় কর্মরত কর্মীরা ৩ হাজার টাকা করে উৎসব ভাতা পাবেন৷ যাঁরা চলতি বছরে মার্চ মাসে প্রকল্প কর্মী হিসেবে কাজ শুরু করেছেন, তাঁরাও এই টাকা পাবেন৷

এই মুহূর্তে কলকাতা পুরসভার অন্তর্গত বিভিন্ন প্রকল্প কর্মী প্রায় ১৫ হাজার কর্মী রয়েছে৷ ঠিকাকর্মী বা পুরসভার সরাসরি চুক্তিভিত্তিক কর্মীর সংখ্যা প্রায় ৮ থেকে ১০ হাজার৷ তাঁরা প্রত্যেকেই এই উৎসব ভাতা পাবেন৷ প্রতিবছরের মতো এবছরও এই উৎসব ভাতা ঘোষণা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =